ETV Bharat / sitara

অমিতাভের মাস্ক দেখে হাসিতে ফেটে পড়লেন নাতি-নাতনি - Navya and Agastya Nanda happy with sensor based mask

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন অমিতাভ । সেখানে তিনি বলেন, "আমার হাতে আসা একটা নতুন জিনিসের সঙ্গে তোমাদের পরিচয় করাতে এলাম ।" এরপর সেন্সর দেওয়া মাস্ক পরে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান তিনি ।

asd
ad
author img

By

Published : Jan 27, 2021, 12:35 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় অমিতাভ বচ্চন । মাঝে মধ্যেই কোনও না কোনও পোস্ট করে নেটিজ়েনদের আনন্দ দেন তিনি । সম্প্রতি সেন্সর দেওয়া মাস্ক পরে সবাইকে অবাক করে দিলেন বিগ বি ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন অমিতাভ । সেখানে তিনি বলেন, "আমার হাতে আসা একটা নতুন জিনিসের সঙ্গে তোমাদের পরিচয় করাতে এলাম ।" এরপর সেন্সর দেওয়া মাস্ক পরে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান তিনি ।

আর মাস্কের মধ্যে সেন্সর লাগানো থাকায় অমিতাভ ঠোঁটের সঙ্গে সাযুজ্য রেখে সেই আলো জ্বলা নেভা করতে শুরু করে । কখনও সেটি গোল হয়ে যাচ্ছে, তো কখনও সেটি সমান্তরাল আবার কখনও সেটিকে হাসিমুখের আকার নিতে দেখা গিয়েছে ।

প্রজাতন্ত্র দিবসের দিন এভাবেই অনুরাগীদের আনন্দ দেন বিগ বি । তাঁর এই নতুন মাস্ক দেখে নেটিজ়েনদের পাশাপাশি খুশি হয়েছেন একাধিক তারকা । সেই তালিকায় রয়েছেন শিল্পা শেট্টি, মৌনি রায়, সিদ্ধান্ত চতুর্বেদীসহ আরও অনেকেই । হাসির ইমোজিতে ভরে গিয়েছে এই ভিডিয়োর কমেন্ট বক্স ।

তবে শুধু নেটিজ়েন ও তারকারাই নন । দাদুর এই নয়া মাস্ক দেখে মজা পেয়েছেন নাতি অগস্ত্য নন্দা ও নাতনি নব্য নভেলি নন্দা । হাসিতে ফেটে পড়েছেন তাঁরাও ।

মুম্বই : সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় অমিতাভ বচ্চন । মাঝে মধ্যেই কোনও না কোনও পোস্ট করে নেটিজ়েনদের আনন্দ দেন তিনি । সম্প্রতি সেন্সর দেওয়া মাস্ক পরে সবাইকে অবাক করে দিলেন বিগ বি ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন অমিতাভ । সেখানে তিনি বলেন, "আমার হাতে আসা একটা নতুন জিনিসের সঙ্গে তোমাদের পরিচয় করাতে এলাম ।" এরপর সেন্সর দেওয়া মাস্ক পরে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান তিনি ।

আর মাস্কের মধ্যে সেন্সর লাগানো থাকায় অমিতাভ ঠোঁটের সঙ্গে সাযুজ্য রেখে সেই আলো জ্বলা নেভা করতে শুরু করে । কখনও সেটি গোল হয়ে যাচ্ছে, তো কখনও সেটি সমান্তরাল আবার কখনও সেটিকে হাসিমুখের আকার নিতে দেখা গিয়েছে ।

প্রজাতন্ত্র দিবসের দিন এভাবেই অনুরাগীদের আনন্দ দেন বিগ বি । তাঁর এই নতুন মাস্ক দেখে নেটিজ়েনদের পাশাপাশি খুশি হয়েছেন একাধিক তারকা । সেই তালিকায় রয়েছেন শিল্পা শেট্টি, মৌনি রায়, সিদ্ধান্ত চতুর্বেদীসহ আরও অনেকেই । হাসির ইমোজিতে ভরে গিয়েছে এই ভিডিয়োর কমেন্ট বক্স ।

তবে শুধু নেটিজ়েন ও তারকারাই নন । দাদুর এই নয়া মাস্ক দেখে মজা পেয়েছেন নাতি অগস্ত্য নন্দা ও নাতনি নব্য নভেলি নন্দা । হাসিতে ফেটে পড়েছেন তাঁরাও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.