ETV Bharat / sitara

এই কারণেই 2020-কে ডিলিট করতে চান অমিতাভ

2020-কে ডিলিট করতে চান অমিতাভ বচ্চন । কিন্তু কেন ?

amitabh bachchan wants to delete 2020
amitabh bachchan wants to delete 2020
author img

By

Published : Mar 30, 2020, 12:19 PM IST

মুম্বই : পৃথিবীর বুক থেকে 2020-কে ডিলিট করে দিতে চান অমিতাভ বচ্চন । কারণ এতে ভাইরাস আছে । মজা করে হলেও খুব একটা ভুল তো বলেননি অমিতাভ !

2020 টা খুব একটা ভালো যাচ্ছে না । কোরোনা ভাইরাস তো ত্রাসে পরিণত হয়েছেই, সঙ্গে আবার শোনা যাচ্ছে হান্টা ভাইরাসের নামও । প্রায় 30105 জন মানুষ মারা গেছেন কোরোনার থাবায় । সব মিলিয়ে 2020 একটা কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছে ।

আমাদের কোনও ইলেকট্রনিক গ্যাজেটে ভাইরাস অ্যাটাক করলে, সেটা সঙ্গে সঙ্গে রি-ইনস্টল করা যায় । ঠিক সেভাবেই যদি আমাদের এই বছরটাকেও ডিলিট করে নতুন করে সবকিছু শুরু করা যেত ? অমিতাভ সেই ইচ্ছেই প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায় ।

নিজের সিপিয়া টোনের একটি ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, "আমরা কি 2020 সালটা ডিলিট করে নতুন সাল রি-ইনস্টল করতে পারি ? কারণ, এই ভার্শনে ভাইরাস আছে ।"

যদিও কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় ছড়িয়েছে এই জোক । অমিতাভ সেটিই শেয়ার করেছেন তাঁর অ্যাকাউন্টে । দেখে নিন...

মুম্বই : পৃথিবীর বুক থেকে 2020-কে ডিলিট করে দিতে চান অমিতাভ বচ্চন । কারণ এতে ভাইরাস আছে । মজা করে হলেও খুব একটা ভুল তো বলেননি অমিতাভ !

2020 টা খুব একটা ভালো যাচ্ছে না । কোরোনা ভাইরাস তো ত্রাসে পরিণত হয়েছেই, সঙ্গে আবার শোনা যাচ্ছে হান্টা ভাইরাসের নামও । প্রায় 30105 জন মানুষ মারা গেছেন কোরোনার থাবায় । সব মিলিয়ে 2020 একটা কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছে ।

আমাদের কোনও ইলেকট্রনিক গ্যাজেটে ভাইরাস অ্যাটাক করলে, সেটা সঙ্গে সঙ্গে রি-ইনস্টল করা যায় । ঠিক সেভাবেই যদি আমাদের এই বছরটাকেও ডিলিট করে নতুন করে সবকিছু শুরু করা যেত ? অমিতাভ সেই ইচ্ছেই প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায় ।

নিজের সিপিয়া টোনের একটি ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, "আমরা কি 2020 সালটা ডিলিট করে নতুন সাল রি-ইনস্টল করতে পারি ? কারণ, এই ভার্শনে ভাইরাস আছে ।"

যদিও কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় ছড়িয়েছে এই জোক । অমিতাভ সেটিই শেয়ার করেছেন তাঁর অ্যাকাউন্টে । দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.