ETV Bharat / sitara

প্রতিদিন 2 হাজার করে ফুড প্যাকেট বিলোচ্ছেন অমিতাভ - অমিতাভ বচ্চনের খবর

প্রতিদিন 2 হাজার করে ফুড প্যাকেট বিলোচ্ছেন অমিতাভ বচ্চন । পুরো মুম্বই শহরে জুড়ে পৌঁছে যাচ্ছে বিগ বি-র সাহায্য ।

amitabh bachchan distributes food packets
amitabh bachchan distributes food packets
author img

By

Published : Apr 9, 2020, 7:52 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় উদার হস্ত অমিতাভ বচ্চন । 1 লক্ষ দিনমজুরদের দায়িত্ব তো আগেই নিয়েছেন, আর এবার সারা মুম্বই শহর জুড়ে অমিতাভের সৌজন্যে পৌঁছে যাচ্ছে 2 হাজার খাবার প্যাকেট ।

অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, "লাঞ্চ আর ডিনারের জন্য মুম্বইয়ের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে 2 হাজারা খাবারের প্যাকেট । এছাড়াও 3 হাজার রেশন ব্যাগ, যেগুলোতে এক বছরের দ্রব্যসামগ্রী থাকবে, পৌঁছে দেওয়া হবে শহর জুড়ে । সেই কাজ চলছে এখন ।"

মুম্বইয়ের কোন কোন এলাকায় পৌঁছে যাচ্ছে খাবার ? অমিতাভ লিখেছেন, হাজি আলি দরগা, মহিম দরগা, বাবুলনাথ মন্দির, বান্দ্রার বস্তি- এই সমস্ত এলাকায় পাঠানো হচ্ছে খাবার ।

amitabh bachchan distributes food packets
.

খুবই জটিল পুরো বিষয়টা । অমিতাভ লিখেছেন, "পুরো প্রক্রিয়াটাতে অনেক অসুবিধা রয়েছে । লকডাউনের ফলে সব জায়গায় যাওয়া বেআইনি হয়ে গেছে । তাই ব্যাগ রেডি থাকলেও পাঠানো সমস্যার হয়ে দাঁড়িয়েছে ।"

খাবার পৌছলেই অভুক্ত মানুষরা হুড়োহুড়ি শুরু করে দিচ্ছেন । ফলে সোশাল ডিস্টান্সিং সম্ভবপর হচ্ছে না, জানিয়েছেন অমিতাভ । পুলিশ তাই অনেক সময়েই বাধা দিচ্ছেন । মুশকিলে পড়ে যাচ্ছে অভিনেতার টিম ।

তবুও এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন অমিতাভ । আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়ার আশা করছেন অভিনেতা ।

মুম্বই : কোরোনা মোকাবিলায় উদার হস্ত অমিতাভ বচ্চন । 1 লক্ষ দিনমজুরদের দায়িত্ব তো আগেই নিয়েছেন, আর এবার সারা মুম্বই শহর জুড়ে অমিতাভের সৌজন্যে পৌঁছে যাচ্ছে 2 হাজার খাবার প্যাকেট ।

অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, "লাঞ্চ আর ডিনারের জন্য মুম্বইয়ের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে 2 হাজারা খাবারের প্যাকেট । এছাড়াও 3 হাজার রেশন ব্যাগ, যেগুলোতে এক বছরের দ্রব্যসামগ্রী থাকবে, পৌঁছে দেওয়া হবে শহর জুড়ে । সেই কাজ চলছে এখন ।"

মুম্বইয়ের কোন কোন এলাকায় পৌঁছে যাচ্ছে খাবার ? অমিতাভ লিখেছেন, হাজি আলি দরগা, মহিম দরগা, বাবুলনাথ মন্দির, বান্দ্রার বস্তি- এই সমস্ত এলাকায় পাঠানো হচ্ছে খাবার ।

amitabh bachchan distributes food packets
.

খুবই জটিল পুরো বিষয়টা । অমিতাভ লিখেছেন, "পুরো প্রক্রিয়াটাতে অনেক অসুবিধা রয়েছে । লকডাউনের ফলে সব জায়গায় যাওয়া বেআইনি হয়ে গেছে । তাই ব্যাগ রেডি থাকলেও পাঠানো সমস্যার হয়ে দাঁড়িয়েছে ।"

খাবার পৌছলেই অভুক্ত মানুষরা হুড়োহুড়ি শুরু করে দিচ্ছেন । ফলে সোশাল ডিস্টান্সিং সম্ভবপর হচ্ছে না, জানিয়েছেন অমিতাভ । পুলিশ তাই অনেক সময়েই বাধা দিচ্ছেন । মুশকিলে পড়ে যাচ্ছে অভিনেতার টিম ।

তবুও এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন অমিতাভ । আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়ার আশা করছেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.