ETV Bharat / sitara

বাবা হরিবংশকে মনে করলেন অমিতাভ - অমিতাভ বচ্চনের খবর

বাবা হরিবংশ রাই বচ্চনের 112 তম জন্মবার্ষিকীতে অমিতাভ বচ্চন এই বিখ্যাত কবির লেখা কয়েকটি সুন্দর লাইন শেয়ার করলেন সোশাল মিডিয়ায়।

Amitabh remembers Harivansh Rai Bachchan
Amitabh remembers Harivansh Rai Bachchan
author img

By

Published : Nov 28, 2019, 10:51 PM IST

মুম্বই : মৃত্যুর পর যদি ফের জন্ম নিতেই হয়, তাহলে সেই জন্ম যেন ভারতভূমিতেই হয়...হরিবংশ রাই বচ্চনের 'মধুশালা' বইটি থেকে কয়েকটি লাইন শেয়ার করেছেন ছেলে অমিতাভ।

শুধু তাই নয়, কলকাতার কবি সম্মেলনের মঞ্চে বাবার একটি ছবিও শেয়ার করেছেন অমিতাভ। দেখে নিন সেই পোস্ট...

  • T ३५६३ - बाबूजी के जन्म दिवस , कल , उनकी एक बात जो छपी वो लिख रहा हूँ :

    'जीवन से ऊबा , इच्छा है जन्म ना फिर पाऊँ , पर यदि जन्म पड़े लेना ही , भारत में ही आऊँ '~ HRB

    ' ... खुली रहे गी 'मधुशाला ' ~

    कलकत्ते के एक कवि सम्मेलन की एक छवि pic.twitter.com/KPX99bYgrX

    — Amitabh Bachchan (@SrBachchan) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালই 112 তম জন্মবার্ষিকী ছিল হরিবংশর। তিনি কিছু অসাধারণ কবিতা সৃষ্টি করেছেন, যা অমর হয়ে থাকবে সাহিত্য জগতে। তার মধ্যে অন্যতম 'আকূল অন্তর', 'একান্ত সংগীত', 'আর্তি ঔর অঙ্গারে'-র মতো কবিতা।

কাজের ক্ষেত্রে অমিতাভ এখন ব্যস্ত 'গুলাবো সিতাবো' ও 'চেহরে'-র শুটিংয়ে।

মুম্বই : মৃত্যুর পর যদি ফের জন্ম নিতেই হয়, তাহলে সেই জন্ম যেন ভারতভূমিতেই হয়...হরিবংশ রাই বচ্চনের 'মধুশালা' বইটি থেকে কয়েকটি লাইন শেয়ার করেছেন ছেলে অমিতাভ।

শুধু তাই নয়, কলকাতার কবি সম্মেলনের মঞ্চে বাবার একটি ছবিও শেয়ার করেছেন অমিতাভ। দেখে নিন সেই পোস্ট...

  • T ३५६३ - बाबूजी के जन्म दिवस , कल , उनकी एक बात जो छपी वो लिख रहा हूँ :

    'जीवन से ऊबा , इच्छा है जन्म ना फिर पाऊँ , पर यदि जन्म पड़े लेना ही , भारत में ही आऊँ '~ HRB

    ' ... खुली रहे गी 'मधुशाला ' ~

    कलकत्ते के एक कवि सम्मेलन की एक छवि pic.twitter.com/KPX99bYgrX

    — Amitabh Bachchan (@SrBachchan) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালই 112 তম জন্মবার্ষিকী ছিল হরিবংশর। তিনি কিছু অসাধারণ কবিতা সৃষ্টি করেছেন, যা অমর হয়ে থাকবে সাহিত্য জগতে। তার মধ্যে অন্যতম 'আকূল অন্তর', 'একান্ত সংগীত', 'আর্তি ঔর অঙ্গারে'-র মতো কবিতা।

কাজের ক্ষেত্রে অমিতাভ এখন ব্যস্ত 'গুলাবো সিতাবো' ও 'চেহরে'-র শুটিংয়ে।

Intro:Body:

বাবা হরিবংশকে মনে করলেন অমিতাভ



বাবা হরিবংশ রাই বচ্চনের 112 তম জন্মবার্ষিকীতে অমিতাভ বচ্চন এই বিখ্যাত কবির লেখা কয়েকটি সুন্দর লাইন শেয়ার করলেন সোশাল মিডিয়ায়।



মুম্বই : মৃত্যুর পর যদি ফের জন্ম নিতেই হয়, তাহলে সেই জন্ম যেন ভারতভূমিতেই হয়...হরিবংশ রাই বচ্চনের 'মধুশালা' বইটি থেকে কয়েকটি লাইন শেয়ার করেছেন ছেলে অমিতাভ।



শুধু তাই নয়, কলকাতার কবি সম্মেলনের মঞ্চে বাবার একটি ছবিও শেয়ার করেছেন অমিতাভ। দেখে নিন সেই পোস্ট...



গতকালই 112 তম জন্মবার্ষিকী ছিল হরিবংশর। তিনি কিছু অসাধারণ কবিতা সৃষ্টি করেছেন, যা অমর হয়ে থাকবে সাহিত্য জগতে। তার মধ্যে অন্যতম 'আকূল অন্তর', 'একান্ত সংগীত', 'আর্তি ঔর অঙ্গারে'-র মতো কবিতা।



কাজের ক্ষেত্রে অমিতাভ এখন ব্যস্ত 'গুলাবো সিতাবো' ও 'চেহরে'-র শুটিংয়ে। 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.