মুম্বই : হাইস্কুল পেরিয়ে গেলেন নভ্যা নভেলির ভাই ১৮ বছরের অগস্ত্য। ভাগ্নের সাফল্যে গর্বিত অভিষেক নভ্যা-অগস্ত্যর সঙ্গে ছবি পোস্ট অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন "গ্র্য়াজুয়েশনের জন্য় অভিনন্দন অগস্ত্য। তুমি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছো আর সেই সঙ্গে লম্বাও !!"
- View this post on Instagram
Congratulations on your graduation Agastya. You're growing up too fast and way too tall!! #ProudMamu
">
খুশি মা শ্বেতা নন্দাও। আর সেই খুশির ঝলক দেখা গেল ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ায় দুই ছেলেমেয়ের ছবি পোস্ট করে শ্বেতা লিখেছেন, "চোখের পলকে.......কন্গ্রাচুলেশনস্ গাস্ , ইউ মেড ইট্"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
লন্ডনের সেভেনওকস্ স্কুলে পড়াশোনা করছিলেন অগস্ত্য। দিদি নভ্যা নভেলি সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ হলেও অগস্ত্যকে খুব একটা দেখা যায় না। তবে বচ্চন পরিবারের তৃতীয় প্রজন্ম এই সেলেব কিডের ফ্যান ফলোয়িং ভালোই। ভবিয্যতে কি করবেন অগস্ত্য পড়াশোনা নিয়েই এগোবেন না কি দাদু-মামার পথ অনুসরণ করবেন সেটা বলবে সময়। নব্য গ্র্যাজুয়েটকে ETV ভারতের অভিনন্দন।