মুম্বই : 11 জুলাই কোরোনায় আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভরতি হয়েছিলেন অমিতাভ আর অভিষেক । গতকাল অর্থাৎ 2 অগাস্ট কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন অমিতাভ । অ্যাম্বুলেন্সে করে 'জলসা'-য় ঢুকেছেন অভিনেতা । তবে এখনও হাসপাতালেই ভরতি অভিষেক ।
বাড়ি ফিরে অমিতাভের মুক্ত মনে হলেও, কোথাও যেন একটা খারাপ লাগা কাজ করছে তাঁর । অভিষেককে মিস করছেন তিনি । ব্লগে নিজের অনুভূতি ব্যক্ত করলেন বিগ-বি ।
অমিতাভ লিখেছেন, "হাসপাতাল থেকে বাড়ি ফিরে মুক্ত লাগছে । অভিষেককে এখনও মেডিকেল কেয়ারে থাকতে হচ্ছে, সেটা যেন আমার মুখটাকে তেঁতো করে দিচ্ছে ।"
তবে ডাক্তারদের তৎপরতায় খুবই খুশি অমিতাভ । তাঁরাই পারেন এই পৃথিবীকে মেরামত করতে, বিশ্বাস বিগ-বির । তিনি লিখেছেন, "ডাক্তারদের দেখে মনে ভরসা জাগে যে, একদিন সব ভালো হয়ে যাবে ।"
সবার শেষে অমিতাভের একটাই প্রার্থনা, "অভিষেকের জন্য খারাপ লাগছে, ও যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে..."