ETV Bharat / sitara

"আপনি আমায় পাত্তা দিচ্ছেন না", এই কথা শুনে কী বললেন অমিতাভ ? - অমিতাভ বচ্চনের খবর

কেউ অমিতাভ বচ্চনকে বলেছেন "আপনি আমায় পাত্তা দিচ্ছেন না" । কে সে ? তার থেকেও বড় কথা হল, অমিতাভ তাকে কী জবাব দিলেন ?

Amitabh bachchan hard work
Amitabh bachchan hard work
author img

By

Published : Oct 4, 2020, 7:50 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অমিতাভ বচ্চন । প্রত্যেকদিন নিয়ম করে তিনি ব্লগ লেখেন, সোশাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করেন । তার সঙ্গে রয়েছে দিনে 12-14 ঘণ্টার শুটিং । হাজার রকমের বিজ্ঞাপন, সমাজ সচেতনতামূলক অ্যাক্টিভিটি । এর মধ্যে কাউকে সময় দেওয়ার সময় কোথায় তাঁর ?

এই বিষয়ে একটি মজার পোস্ট করেছেন অমিতাভ । লিখেছেন, "উনি আমায় বললেন, "আপনি আমায় পাত্তা দিচ্ছেন না ।", আমিও ভাবলাম বন্ধুকে একটা উত্তর দিই ।"

এই বলে অমিতাভ বললেন, "12-15 ঘণ্টা কাজ করার পর আমার শুধু নাক ডাকা (snoring)-র কথা মাথায় আসে । ইগনোর করা নয় ।" মজার ছলে পোস্টটি করেছেন বিগ বি ।

পোস্ট দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা । আপনারাও দেখে নিন...

কোরোনাকে জয় করে শুটিংয়ে ফিরেছেন অমিতাভ । জীবনে কোনও প্রভাব ফেলতে দেননি এই জীবাণুকে । ভয় পেয়ে বাড়ি বসে না থেকে, ফিরেছেন কাজে । অনুপ্রেরণা জুগিয়েছেন অনেক মানুষকে ।

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অমিতাভ বচ্চন । প্রত্যেকদিন নিয়ম করে তিনি ব্লগ লেখেন, সোশাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করেন । তার সঙ্গে রয়েছে দিনে 12-14 ঘণ্টার শুটিং । হাজার রকমের বিজ্ঞাপন, সমাজ সচেতনতামূলক অ্যাক্টিভিটি । এর মধ্যে কাউকে সময় দেওয়ার সময় কোথায় তাঁর ?

এই বিষয়ে একটি মজার পোস্ট করেছেন অমিতাভ । লিখেছেন, "উনি আমায় বললেন, "আপনি আমায় পাত্তা দিচ্ছেন না ।", আমিও ভাবলাম বন্ধুকে একটা উত্তর দিই ।"

এই বলে অমিতাভ বললেন, "12-15 ঘণ্টা কাজ করার পর আমার শুধু নাক ডাকা (snoring)-র কথা মাথায় আসে । ইগনোর করা নয় ।" মজার ছলে পোস্টটি করেছেন বিগ বি ।

পোস্ট দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা । আপনারাও দেখে নিন...

কোরোনাকে জয় করে শুটিংয়ে ফিরেছেন অমিতাভ । জীবনে কোনও প্রভাব ফেলতে দেননি এই জীবাণুকে । ভয় পেয়ে বাড়ি বসে না থেকে, ফিরেছেন কাজে । অনুপ্রেরণা জুগিয়েছেন অনেক মানুষকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.