মুম্বই : বৃহস্পতিবার সকালে প্রয়াত হন ঋষি কাপুর । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে । তাঁর চলে যাওয়া মেনে নিতে পারেননি অনেকেই । সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন । চিন্টু যে নেই সেটা যেন মন থেকে মানতেই পারছেন না তিনি । মনে মনে বার বার ফিরে যাচ্ছেন পুরোনো দিনগুলিতে । যখন তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল ঋষি কাপুরের । বার বার সেই স্মৃতিচারণাই করছেন তিনি ।
কিছুদিন আগে ব্লগে স্মৃতিচারণা করেছিলেন অমিতাভ । আর সম্প্রতি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে স্মৃতিচারণা করেন তিনি । প্রিয় চিন্টুর কথা বলতে গিয়ে জল চলে আসে তাঁর চোখে । অনেক কষ্টে কান্না চাপেন তিনি ।
অমিতাভ বলেন, "চিন্টুর চোখে মুখে সব সময় একটা শিশুসুলভ আচরণ ফুটে উঠত । রাজজির বাড়িতে যাওয়ার মতো আমার সৌভাগ্য হয়েছিল । সেখানেও চিন্টুর সঙ্গে দেখা হত । পাশাপাশি আরকে স্টুডিয়োতেও মাঝে মধ্যে দেখা হত চিন্টুর সঙ্গে । 'ববি' সিনেমার জন্য তাকে স্টুডিয়োতে ট্রেনিং দেওয়া হত । তখনও তাকে দেখেছি ।"
পৃথ্বীরাজ কাপুরের সঙ্গে মিল ছিল ঋষির হাঁটা চলার । পৃথ্বীরাজ কাপুরকে খুব কাছ থেকে দেখেছিলেন অমিতাভ । তাই মিলগুলো অনায়াসেই চোখে পড়েছিল তাঁর । ঋষি কাপুরের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন অমিতাভ । ভিডিয়োতে সেইগুলির উল্লেখও করেন তিনি ।
এরপর ঋষির অভিনয় দক্ষতা সম্পর্কে তিনি বলেন, "সে যখন সংলাপ বলত তখন সেগুলি বিশ্বাস করতে বাধ্য করাত । তা নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গাই থাকত না ।" সব সময়তেই হাসি মজা করতে ভালোবাসতেন ঋষি কাপুর । যে কোনও গম্ভীর বিষয়ের মধ্যে মজা খুঁজে বের করে আনাই মূল লক্ষ্য ছিল তাঁর । গুরু গম্ভীর কোনও পার্টির পরিবেশকে এক ঝটকায় হালকা করার ক্ষমতা ছিল ঋষির ।
-
T 3520 - In Memoriam .. pic.twitter.com/zIlVUn3qpg
— Amitabh Bachchan (@SrBachchan) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">T 3520 - In Memoriam .. pic.twitter.com/zIlVUn3qpg
— Amitabh Bachchan (@SrBachchan) May 3, 2020T 3520 - In Memoriam .. pic.twitter.com/zIlVUn3qpg
— Amitabh Bachchan (@SrBachchan) May 3, 2020
এমনকী, ক্যানসারের মতো মারণ রোগও তাঁর মুখ থেকে হাসি কেড়ে নিতে পারেনি । শরীর নিয়ে কখনওই খুব বেশি কথা বলতে দেখা যায়নি তাঁকে । শেষদিকে যখন তাঁর চিকিৎসা চলছিল তখনও চিরাচরিত হাসি মুখে অমিতাভকে তিনি বলেছিলেন, "খুব তাড়াতাড়ি দেখা হবে, রুটিন চেকআপের জন্য হাসপাতালে যাচ্ছি...খুব তাড়াতাড়ি ফিরে আসব ।" কিন্তু, আর ফিরলেন না । দীর্ঘ লড়াইয়ের পর হারতে হল তাঁকে । সবাইকে ছেড়ে পাড়ি দিলেন না ফেরার দেশে । জীবনের শেষদিন পর্যন্ত মুখে হাসি লেগেছিল তাঁর । আর তাঁর সঙ্গে সঙ্গে না ফেরার দেশে পাড়ি দিয়েছে সেই হাসিও । যা আর কোনওদিন দেখতে পাবেন না অমিতাভ । তা নিয়ে আক্ষেপও করেছেন তিনি ।
'আই ফর ইন্ডিয়া' নামে একটি লাইভ কনসার্ট শুরু হয়েছে ফেসবুকে । সেখানে অংশ নিয়েছেন বলিউড ও হলিউডের একাধিক তারকা । এই কনসার্ট থেকে ওঠা অর্থ দেওয়া হবে দুস্থদের সাহায্যের জন্য । আর এই লাইভ কনসার্টে এসেই ঋষি কাপুরকে নিয়ে স্মৃতিচারণা করেন অমিতাভ ।