ETV Bharat / sitara

জন্মদিনেও দেখা করতে পারলেন না অনুরাগীদের সঙ্গে, মন খারাপ অমিতাভের - অমিতাভ বচ্চনের খবর

গতকাল ছিল অমিতাভ বচ্চনের জন্মদিন । একে জন্মদিন, তায় আবার রবিবার । কোরোনা পরিস্থিতি না থাকলে 'জলসা'-র বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের সঙ্গে অবশ্যই দেখা করতেন । আর অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করতেন সেখানে । তবে এই জীবাণুর কারণে কিছুই হল না । তাই মন খারাপ অমিতাভের ।

amitabh bachchan says sorry
amitabh bachchan says sorry
author img

By

Published : Oct 12, 2020, 8:27 PM IST

মুম্বই : কোরোনার প্রকোপ বাড়ার পরেই 'জলসা'-র বাইরে অনুরাগীদের জমায়েত বন্ধ করেন অমিতাভ । সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেন । তবে মন তো সবসময় সায় দেয় না । জন্মদিনের রবিবারেও ফ্যানেদের সঙ্গে দেখা না হওয়ায় মন খারাপ বিগ-বির ।

ব্লগের সাহায্যে অভিনেতা নিজের অনুভূতি প্রকাশ করেছেন । যারা কোরোনা মাথায় নিয়েও তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন 'জলসা'-র বাইরে, তাদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি ।

লিখেছেন, "যাঁরা আজ জলসা-র বাইরে এসে দাঁড়িয়েছিলেন ও রাস্তায় ব্য়ানার টাঙিয়েছিলেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । আপনাদের এই প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ । তবে বাইরে যাওয়ার অনুমতি নেই আমার । যত্নটাও খুব গুরুত্বপূর্ণ ।"

এই জন্যই অমিতাভ এখনও সুপারস্টার হয়ে থাকতে পেরেছেন । তারকার তকমা লাগার পরেও গুটিকয়েক মানুষের সঙ্গে দেখা করতে না পেরে ক্ষমা চাইলেন তিনি । এই দেখে কেউ কি তাঁকে শ্রদ্ধা না করে থাকতে পারবেন ?

সোশাল মিডিয়ার মাধ্যমেও অমিতাভ ধন্যবাদ জানিয়েছেন সবাইকে, যাঁরা তাঁর এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন । দেখে নিন পোস্ট...

মুম্বই : কোরোনার প্রকোপ বাড়ার পরেই 'জলসা'-র বাইরে অনুরাগীদের জমায়েত বন্ধ করেন অমিতাভ । সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেন । তবে মন তো সবসময় সায় দেয় না । জন্মদিনের রবিবারেও ফ্যানেদের সঙ্গে দেখা না হওয়ায় মন খারাপ বিগ-বির ।

ব্লগের সাহায্যে অভিনেতা নিজের অনুভূতি প্রকাশ করেছেন । যারা কোরোনা মাথায় নিয়েও তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন 'জলসা'-র বাইরে, তাদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি ।

লিখেছেন, "যাঁরা আজ জলসা-র বাইরে এসে দাঁড়িয়েছিলেন ও রাস্তায় ব্য়ানার টাঙিয়েছিলেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । আপনাদের এই প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ । তবে বাইরে যাওয়ার অনুমতি নেই আমার । যত্নটাও খুব গুরুত্বপূর্ণ ।"

এই জন্যই অমিতাভ এখনও সুপারস্টার হয়ে থাকতে পেরেছেন । তারকার তকমা লাগার পরেও গুটিকয়েক মানুষের সঙ্গে দেখা করতে না পেরে ক্ষমা চাইলেন তিনি । এই দেখে কেউ কি তাঁকে শ্রদ্ধা না করে থাকতে পারবেন ?

সোশাল মিডিয়ার মাধ্যমেও অমিতাভ ধন্যবাদ জানিয়েছেন সবাইকে, যাঁরা তাঁর এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন । দেখে নিন পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.