মুম্বই : 'মির্জ়াপুর' ফ্যানেরা প্রায় দু'বছর ধরে অপেক্ষা করছেন সিজ়ন 2-এর । আর হবে না-ই বা কেন ? কাহিনির এমন এক মোড়ে এসে থেমেছে গল্পটা যে, তারপরের অংশটা দেখার জন্য মুখিয়ে দর্শক । শক আর সারপ্রাইজ়ের ঠেলায় 'মির্জ়াপুর'-এর নেশা লেগে গেছে তাদের । স্বাভাবিকভাবেই দ্বিতীয় সিজ়নের জন্য মুখিয়ে সবাই ।
অ্যামাজ়ন প্রাইমের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো । সেটিকে 'মির্জ়াপুর' ফ্যানেদের উদ্দেশে একটা অ্যাপ্রিসিয়েশন বলা যেতে পারে । তাঁদের এই অপার ভালোবাসা ও দীর্ঘ অপেক্ষার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে টিমের তরফ থেকে ।
সঙ্গে এটাও নিশ্চিতভাবে বলা হয়েছে যে, সিজ়ন 2 আসছে খুব তাড়াতাড়ি । তবে সঠিক তারিখটা এখনও অবধি জানানো হয়নি ।
59 সেকেণ্ডের এই ভিডিয়োয় সিজ়ন 1-এর কিছু দৃশ্য, স্টিল শট, ফ্যান মিটের মুহূর্ত তুলে ধরা হয়েছে । সে যেন এক আলাদা ইউনিভার্স, 'মির্জ়াপুর' ইউনিভার্স । ভিডিয়োর শেষে বলা হয়েছে, "অনেক হল অপেক্ষা, খুব তাড়াতাড়ি দেখা হবে ।"
খুশির অন্ত নেই ফ্যানেদের । দেখে নিন ভিডিয়ো...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">