ETV Bharat / sitara

'তাণ্ডব' মামলায় নতুন মোড় - তাণ্ডব

'তাণ্ডব' মামলায় এবার এল নতুন আপডেট । লক্ষ্ণৌয়ের হজরতগঞ্জ পুলিশ স্টেশনে অ্যামাজ়ন প্রাইমের ভারতীয় কর্ণধার অপর্ণা পুরোহিতের স্টেটমেন্ট রেকর্ড করা হল আজ ।

Tandav case update
Tandav case update
author img

By

Published : Feb 23, 2021, 7:00 PM IST

লক্ষ্ণৌ : 'তাণ্ডব' ওয়েব সিরিজ় নিয়ে কয়েকমাস ধরে তাণ্ডব হয়ে গেল । হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগে অপর্ণা পুরোহিত, 'তাণ্ডব'-এর পরিচালক আলি আব্বাস, প্রযোজক হিমাংশু কৃষ্ণা মেহর ও লেখক গৌরব সোলাঙ্কির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় জানুয়ারি মাসে । আজ অপর্ণা তাঁর স্টেটেমেন্ট রেকর্ড করলেন হজরতগঞ্জ পুলিশ স্টেশনে ।

IANS সূত্রে জানা যাচ্ছে, অপর্ণাকে একশোটি প্রশ্ন করা হয় এদিন । আগে থেকেই এই সব প্রশ্ন সাজিয়ে রাখা হয়েছিল । বন্ধ দরজার আড়ালে অপর্ণাকে জিজ্ঞাসাবাদ করা হয় । তাঁর সঙ্গে একাধিক আইনজীবীও উপস্থিত ছিলেন ঘরে ।

আরও পড়ুন : হিন্দু ধর্মের অপমান ? 'তাণ্ডব' নিয়ে অ্যামাজ়নের কাছে জবাব চাইল কেন্দ্র

লক্ষ্ণৌ ছাড়া উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরেও পুরোহিত ও অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে । জানুয়ারি মাসে 'তাণ্ডব'-এর মুক্তির পর থেকেই এই অশান্তির শুরু । সারা দেশ জুড়ে ওয়েব সিরিজ়টি বয়কটের দাবিতে বিক্ষিপ্ত ভাবে আন্দোলনও হয়েছে ।

লক্ষ্ণৌ : 'তাণ্ডব' ওয়েব সিরিজ় নিয়ে কয়েকমাস ধরে তাণ্ডব হয়ে গেল । হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগে অপর্ণা পুরোহিত, 'তাণ্ডব'-এর পরিচালক আলি আব্বাস, প্রযোজক হিমাংশু কৃষ্ণা মেহর ও লেখক গৌরব সোলাঙ্কির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় জানুয়ারি মাসে । আজ অপর্ণা তাঁর স্টেটেমেন্ট রেকর্ড করলেন হজরতগঞ্জ পুলিশ স্টেশনে ।

IANS সূত্রে জানা যাচ্ছে, অপর্ণাকে একশোটি প্রশ্ন করা হয় এদিন । আগে থেকেই এই সব প্রশ্ন সাজিয়ে রাখা হয়েছিল । বন্ধ দরজার আড়ালে অপর্ণাকে জিজ্ঞাসাবাদ করা হয় । তাঁর সঙ্গে একাধিক আইনজীবীও উপস্থিত ছিলেন ঘরে ।

আরও পড়ুন : হিন্দু ধর্মের অপমান ? 'তাণ্ডব' নিয়ে অ্যামাজ়নের কাছে জবাব চাইল কেন্দ্র

লক্ষ্ণৌ ছাড়া উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরেও পুরোহিত ও অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে । জানুয়ারি মাসে 'তাণ্ডব'-এর মুক্তির পর থেকেই এই অশান্তির শুরু । সারা দেশ জুড়ে ওয়েব সিরিজ়টি বয়কটের দাবিতে বিক্ষিপ্ত ভাবে আন্দোলনও হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.