ETV Bharat / sitara

রোম্যান্টিক হিরোর চরিত্র করতে রাজি ছিলেন না, সবটা বদলে দিল DDLJ - শাহরুখ খানের খবর

তিনি নাকি রোম্যান্সের রাজা । তাঁর ঘুরে তাকানো, গালে টোল ফেলা হাসি দেখে প্রেমে পড়ে যান অসংখ্য নারী । মহিলা মহলে তাঁর জনপ্রিয়তা ভাষায় প্রকাশ করা যায় না । তিনি শাহরুখ খান । অথচ তিনিই নাকি 0প্রথমে রোম্যান্টিক চরিত্রে অভিনয় করার ব্যাপারে নিশ্চিত ছিলেন না । সবটা বদলে দিল 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ।

Shah Rukh Khan to play romantic charater
Shah Rukh Khan to play romantic charater
author img

By

Published : Oct 20, 2020, 11:10 AM IST

মুম্বই : আজ 25 বছরে পা দিল 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' । এমন একটা ছবি যা ইন্ডাস্ট্রির মুখ বদলে দিয়েছিল । একদিনের মধ্যে বলিউড আর 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' যেন সমার্থক হয়ে উঠেছিল । সুইৎজ়ারল্যান্ডের সবুজ প্রান্তর থেকে ভারতবর্ষের হলুদ সর্ষেক্ষেত, একটা ছবিতে দুই ইমোশনকেই ধরেছিলেন পরিচালক আদিত্য চোপড়া ।

তবে ছবির মূল আকর্ষণ কিন্তু রাজ-সিমরনের প্রেম । 'বড়ে বড়ে দেশোমেঁ অ্যাসে ছোটি ছোটি বাতেঁ হোতি রহতি হ্যায় সেনোরিটা' হোক বা 'অ্যাসে পহলিবার হুয়া হ্যায় সতরা-অঠরা সালো মেঁ'....সংলাপগুলো যেন দর্শকের জীবনের সঙ্গে মিশে গেছে । তবে রাজ অর্থাৎ শাহরুখ নাকি রোম্যান্টিক চরিত্রে অভিনয় করতে নারাজ ছিলেন । চমকে গেলেন ? হ্যাঁ, এমনটাই তো বললেন শাহরুখ ।

Shah Rukh Khan to play romantic charater
.

ANI-কে অভিনেতা বলেন, "আমি কখনও ভাবিনি যে, কোনওদিন রোম্যান্টিক হিরোর চরিত্রে অভিনয় করতে পারব । তাই আমায় যখন আদি আর যশরাজজী এই অফারটা দিলেন, আমি খুশি তো হয়েছিলাম । কিন্তু, জানতাম না যে, কীভাবে কী করব, আদৌ এই চরিত্রের সঙ্গে জাস্টিস করতে পারব কিনা ।"

এখনও রিডয়োতে DDLJ-র গান বাজলে স্টেশন ঘোরাতে চান না শাহরুখ । বললেন, "ওই গানগুলো আমায় পুরোনো স্মৃতিগুলোকে ফিরিয়ে দেয় । DDLJ এমন একটা সিনেমা, যেটা আমার জীবনকে আকার দিয়েছে..."

Shah Rukh Khan to play romantic charater
.

আজ লন্ডনের লেইসেস্টার স্কোয়ার এলাকায় 'সিনস ইন দ্য স্কোয়ার'-এ স্থাপন করা হবে শাহরুখ খান আর কাজলের মূর্তি ।

লন্ডনের হার্ট অফ বিজ়নেস অ্যালায়েন্সের ডিরেক্টর অফ ডেস্টিনেশন মার্কেটিং মার্ক উইলিয়ামস জানিয়েছেন, "আন্তর্জাতিক সিনেমার এমন দুই তারকাকে আমাদের সঙ্গে যুক্ত করতে পেরে দারুণ লাগছে । লন্ডনের লেইসেস্টার স্কোয়ার যে একটা ফিল্ম লোকেশন হতে পারে, সেটা প্রথম দেখিয়েছিল DDLJ । এই মূর্তি ওঁদের কাছে আমাদের শ্রর্দ্ধার্ঘ্য ।"

মুম্বই : আজ 25 বছরে পা দিল 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' । এমন একটা ছবি যা ইন্ডাস্ট্রির মুখ বদলে দিয়েছিল । একদিনের মধ্যে বলিউড আর 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' যেন সমার্থক হয়ে উঠেছিল । সুইৎজ়ারল্যান্ডের সবুজ প্রান্তর থেকে ভারতবর্ষের হলুদ সর্ষেক্ষেত, একটা ছবিতে দুই ইমোশনকেই ধরেছিলেন পরিচালক আদিত্য চোপড়া ।

তবে ছবির মূল আকর্ষণ কিন্তু রাজ-সিমরনের প্রেম । 'বড়ে বড়ে দেশোমেঁ অ্যাসে ছোটি ছোটি বাতেঁ হোতি রহতি হ্যায় সেনোরিটা' হোক বা 'অ্যাসে পহলিবার হুয়া হ্যায় সতরা-অঠরা সালো মেঁ'....সংলাপগুলো যেন দর্শকের জীবনের সঙ্গে মিশে গেছে । তবে রাজ অর্থাৎ শাহরুখ নাকি রোম্যান্টিক চরিত্রে অভিনয় করতে নারাজ ছিলেন । চমকে গেলেন ? হ্যাঁ, এমনটাই তো বললেন শাহরুখ ।

Shah Rukh Khan to play romantic charater
.

ANI-কে অভিনেতা বলেন, "আমি কখনও ভাবিনি যে, কোনওদিন রোম্যান্টিক হিরোর চরিত্রে অভিনয় করতে পারব । তাই আমায় যখন আদি আর যশরাজজী এই অফারটা দিলেন, আমি খুশি তো হয়েছিলাম । কিন্তু, জানতাম না যে, কীভাবে কী করব, আদৌ এই চরিত্রের সঙ্গে জাস্টিস করতে পারব কিনা ।"

এখনও রিডয়োতে DDLJ-র গান বাজলে স্টেশন ঘোরাতে চান না শাহরুখ । বললেন, "ওই গানগুলো আমায় পুরোনো স্মৃতিগুলোকে ফিরিয়ে দেয় । DDLJ এমন একটা সিনেমা, যেটা আমার জীবনকে আকার দিয়েছে..."

Shah Rukh Khan to play romantic charater
.

আজ লন্ডনের লেইসেস্টার স্কোয়ার এলাকায় 'সিনস ইন দ্য স্কোয়ার'-এ স্থাপন করা হবে শাহরুখ খান আর কাজলের মূর্তি ।

লন্ডনের হার্ট অফ বিজ়নেস অ্যালায়েন্সের ডিরেক্টর অফ ডেস্টিনেশন মার্কেটিং মার্ক উইলিয়ামস জানিয়েছেন, "আন্তর্জাতিক সিনেমার এমন দুই তারকাকে আমাদের সঙ্গে যুক্ত করতে পেরে দারুণ লাগছে । লন্ডনের লেইসেস্টার স্কোয়ার যে একটা ফিল্ম লোকেশন হতে পারে, সেটা প্রথম দেখিয়েছিল DDLJ । এই মূর্তি ওঁদের কাছে আমাদের শ্রর্দ্ধার্ঘ্য ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.