মুম্বই : বিয়ের ডেস্টিনেশনও নাকি ঠিক করে ফেলেছেন আলিয়া ও রণবীর! শোনা যাচ্ছে, রণবীর-দীপিকার মতো তাঁরা নাকি ইট্যালির লেক কোমোয় বিয়েটা করবেন। আর সেই জল্পনা নিয়ে এবার মুখ খুললেন সোনি। বললেন, "ভিত্তিহীন গুজব!"
ব্রহ্মাস্ত্রের শুটিং শুরুর পর থেকেই আলিয়া-রণবীরের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। কখনও তাঁদের সম্পর্ক নিয়ে তো কখনও বিয়ে নিয়ে একের পর এক গুজবও রটতে থাকে। সম্প্রতি দুই তারকাই প্রকাশ্য়ে নিজেদের ভালোবাসার কথা স্বীকার করেছেন। আর এরপর থেকেই তাঁদের বিয়ের জল্পনা যেন আরও বেড়েছে।
সম্প্রতি IANS-এর তরফে সোনিকে বিয়ের ডেস্টিনেশন প্রসঙ্গে প্রশ্ন করা হয়। উত্তরে সোনি এই জল্পনা উড়িয়ে দেন। বলেন, "সম্পূর্ণ ভিত্তিহীন গুজব!"
সম্প্রতি ধর্মা প্রোডাকশন থেকে জানানো হয় ব্রহ্মাস্ত্রর মুক্তি পিছিয়ে গেছে। ২০২০ সালে এপ্রিল নাগাদ ছবিটি মুক্তি পাবে।