মুম্বই : সারা পৃথিবী জুড়ে আমাদের পরিবার। অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে এই সুন্দর পৃথিবীতে দাঁড়িয়ে এমনটাই উপলব্ধি নীতু কাপুরের। তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁদের নিউ ইয়র্কের বাড়িতে হওয়া একটি পার্টির ছবি। সেখানে কাপুর পরিবারের সঙ্গে দেখা গেল আলিয়া ভাট ও বচ্চন পরিবারকেও।
ঋষি কাপুরের সঙ্গে নীতু ছায়ার মতো থেকেছেন এতগুলো বছর। কাজের কারণে ছেলে রণবীর সশরীরে সবসময়ে থাকতে না পারলেও, পরিবারের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড তিনি। ছবিতেও সেই পারিবারিক নির্ভরশীলতা ফুটে উঠেছে।
ক্যাপশনে নীতু লিখেছেন, "এই পুরো পৃথিবী জুড়ে রয়েছে তোমার পরিবার। এই সুন্দর মুহূর্তগুলোতে জড়িয়ে অনেক ভালোবাসা।"
- View this post on Instagram
Your family is your whole world ❤️ so so many LOVES in these beautiful moments 🙏🤗🥰
">
'ব্রহ্মাস্ত্র'-র শুটিং থেকে একটা ছোটো ব্রেক নিয়ে রণবীর ও আলিয়া যোগদান করেছেন এই গ্র্যান্ড পার্টিতে। আলিয়ার অসুস্থতার কারণেই এই ব্রেক বলে মনে করছেন নেটিজেনরা। বেনারসে ছবির শুটিং শিডিউল শেষ না করেই তাই তাঁরা নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন।