ETV Bharat / sitara

রণবীরের "ফ্যামিলি" ফোটোতে আলিয়া, সঙ্গে বচ্চনরাও - বলিউড

রণবীর-আলিয়ার সম্পর্ক এখন একটা ওপেন-সিক্রেট। ঋষি কাপুরের অসুস্থতার সময়েও কাপুর পরিবারের পাশে ছিলেন তিনি। আর ঋষি ক্যানসারমুক্ত হওয়ার পরও "ফ্য়ামিলি" পার্টিতে সামিল তিনি। শুধু তিনি নন, কাপুর পরিবারের এই গ্র্যান্ড পার্টিতে আলিয়ার সঙ্গে উপস্থিত বচ্চন পরিবারও।

আলিয়া ভাট
author img

By

Published : Jun 24, 2019, 1:45 PM IST

মুম্বই : সারা পৃথিবী জুড়ে আমাদের পরিবার। অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে এই সুন্দর পৃথিবীতে দাঁড়িয়ে এমনটাই উপলব্ধি নীতু কাপুরের। তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁদের নিউ ইয়র্কের বাড়িতে হওয়া একটি পার্টির ছবি। সেখানে কাপুর পরিবারের সঙ্গে দেখা গেল আলিয়া ভাট ও বচ্চন পরিবারকেও।

ঋষি কাপুরের সঙ্গে নীতু ছায়ার মতো থেকেছেন এতগুলো বছর। কাজের কারণে ছেলে রণবীর সশরীরে সবসময়ে থাকতে না পারলেও, পরিবারের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড তিনি। ছবিতেও সেই পারিবারিক নির্ভরশীলতা ফুটে উঠেছে।

ক্যাপশনে নীতু লিখেছেন, "এই পুরো পৃথিবী জুড়ে রয়েছে তোমার পরিবার। এই সুন্দর মুহূর্তগুলোতে জড়িয়ে অনেক ভালোবাসা।"

'ব্রহ্মাস্ত্র'-র শুটিং থেকে একটা ছোটো ব্রেক নিয়ে রণবীর ও আলিয়া যোগদান করেছেন এই গ্র্যান্ড পার্টিতে। আলিয়ার অসুস্থতার কারণেই এই ব্রেক বলে মনে করছেন নেটিজেনরা। বেনারসে ছবির শুটিং শিডিউল শেষ না করেই তাই তাঁরা নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন।

মুম্বই : সারা পৃথিবী জুড়ে আমাদের পরিবার। অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে এই সুন্দর পৃথিবীতে দাঁড়িয়ে এমনটাই উপলব্ধি নীতু কাপুরের। তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁদের নিউ ইয়র্কের বাড়িতে হওয়া একটি পার্টির ছবি। সেখানে কাপুর পরিবারের সঙ্গে দেখা গেল আলিয়া ভাট ও বচ্চন পরিবারকেও।

ঋষি কাপুরের সঙ্গে নীতু ছায়ার মতো থেকেছেন এতগুলো বছর। কাজের কারণে ছেলে রণবীর সশরীরে সবসময়ে থাকতে না পারলেও, পরিবারের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড তিনি। ছবিতেও সেই পারিবারিক নির্ভরশীলতা ফুটে উঠেছে।

ক্যাপশনে নীতু লিখেছেন, "এই পুরো পৃথিবী জুড়ে রয়েছে তোমার পরিবার। এই সুন্দর মুহূর্তগুলোতে জড়িয়ে অনেক ভালোবাসা।"

'ব্রহ্মাস্ত্র'-র শুটিং থেকে একটা ছোটো ব্রেক নিয়ে রণবীর ও আলিয়া যোগদান করেছেন এই গ্র্যান্ড পার্টিতে। আলিয়ার অসুস্থতার কারণেই এই ব্রেক বলে মনে করছেন নেটিজেনরা। বেনারসে ছবির শুটিং শিডিউল শেষ না করেই তাই তাঁরা নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন।

Intro:Body:

রণবীরের "ফ্যামিলি" ছবিতে আলিয়া, সঙ্গে বচ্চনরাও



রণবীর-আলিয়ার সম্পর্ক এখন একটা ওপেন-সিক্রেট। ঋষি কাপুরের অসুস্থতার সময়েও কাপুর পরিবারের পাশে ছিলেন তিনি। আর ঋষি ক্যানসারমুক্ত হওয়ার পরও "ফ্য়ামিলি" পার্টিতে সামিল তিনি। শুধু তিনি নন, কাপুর পরিবারের এই গ্র্যান্ড পার্টিতে আলিয়ার সঙ্গে উপস্থিত বচ্চন পরিবারও।



মুম্বই : সারা পৃথিবী জুড়ে আমাদের পরিবার। ক্যানসারের কালো থাবা পেরিয়ে এই সুন্দর পৃথিবীতে দাঁড়িয়ে এমনটাই উপলব্ধি নীতু কাপুরের। ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁদের নিউ ইয়র্কের বাড়িতে হওয়া একটি পার্টির ছবি। সেখানে কাপুর পরিবারের সঙ্গে দেখা গেল আলিয়া ভাট ও বচ্চন পরিবারকেও।



ঋষি কাপুরের সঙ্গে নীতু ছায়ার মতো থেকেছেন এতগুলো বছর। কাজের কারণে ছেলে রণবীর সশরীরে সবসময়ে থাকতে না পারলেও, পরিবারের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড তিনি। ছবিতেও সেই পারিবারিক নির্ভরশীলতা ফুটে উঠল।



ক্যাপশনে নীতু লিখেছেন, "এই পুরো পৃথিবী জুড়ে রয়েছে তোমার পরিবার। এই সুন্দর মুহূর্তগুলোতে জড়িয়ে অনেক ভালোবাসা।" দেখে নিন নীতুর করা সেই পোস্ট...




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.