মুম্বই : আলিয়া আর রণবীরের ক্যারিয়ারে এক বিশাল প্রজেক্ট 'ব্রহ্মাস্ত্র' । দীর্ঘ সময় ধরে চলছে এই ছবির শুটিং । তিনটি খণ্ডে মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি । 'ব্রহ্মাস্ত্র'-র সেট থেকে তাক লাগানো দু'টি ছবি শেয়ার করলেন আলিয়া ।
এক বিশালাকৃতি কালীমূর্তির সামনে দাঁড়িয়ে অয়ন-আলিয়া-রণবীর । তাঁদের হাত থেকে ঝুলছে স্ক্রিপ্ট । তিনজনেই মাঁথা উঁচু করে দেবী প্রতিমাকে দেখছেন ।
ক্যাপশনে আলিয়া লিখেছেন, 'এই জার্নির অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ । আর এই দুই ম্যাজিকাল ছেলে সব করতে পারে ।' সঙ্গে একটা পুনশ্চ জুড়েছেন আলিয়া,'এটা সবেমাত্র সূত্রপাত' ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কথা ছিল 2020 সালের ডিসেম্বর মাসে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র' । তবে কোরোনার তাণ্ডবে আজ সবটাই স্থগিত । কবে মুক্তি পাবে জানা নেই ।