ETV Bharat / sitara

শেষ দু'বছরে ঋষিকে যেভাবে চিনলেন আলিয়া.. - alia bhatt latest news

ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ আলিয়া ভাট । শেষ দু'বছরে ঋষির সঙ্গে আলিয়ার সম্পর্ক আরও অনেক মজবুত হয়েছিল, তাই তাঁর চলে যাওয়াটা একেবারেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী ।

http://10.10.50.85//west-bengal/30-April-2020/capture_3004newsroom_1588269948_719.JPG
http://10.10.50.85//west-bengal/30-April-2020/capture_3004newsroom_1588269948_719.JPG
author img

By

Published : Apr 30, 2020, 11:40 PM IST

মুম্বই : পুরো দুনিয়ার কাছে তিনি একজন লেজেন্ড, কিন্তু আলিয়া ভাটের কাছে ঋষি লেজেন্ডের থেকেও বড় বন্ধু । গত দু'বছরে মানুষটাকে একেবারে অন্যভাবে চিনেছেন আলিয়া । আর সেই জন্য নিজেকে তাঁর ভাগ্যবতী মনে হয় ।

সোশাল মিডিয়ায় আলিয়া একটি স্টেটমেন্ট শেয়ার করেছেন । যেখানে তিনি লিখেছেন, "এই সুন্দর মানুষটা সম্পর্কে আমি আর কী বলব ! আজ সবাই লেজেন্ড ঋষি কাপুরকে নিয়ে কথা বলছেন । আমিও তাঁকে ওভাবেই চিনে এসেছি । তবে শেষ দু'বছরে আমি তাঁকে এক বন্ধু হিসেবে, একজন চাইনিজ় লাভার হিসেবে, একজন সিনেপ্রেমী হিসেবে,একজন যোদ্ধা হিসেবে, একজন লিডার হিসেবে, একজন বাবা হিসেবে চিনেছি ।"

এই দু'বছরেই আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্কের খবর । আর তাই রণবীরের পরিবারের সঙ্গে একাত্ম হতে পেরেছেন আলিয়া । শুধু তাই নয়, ঋষি কাপুরের অসুস্থতার সময়ও আলিয়া সবসময় পাশে থেকেছেন রণবীরের ।

ঋষি আর রণবীরের একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, "বিউটিফুল বয়েজ়" । ছোট্ট রণবীরকে জড়িয়ে যুবক ঋষি সত্যিই সুন্দর । আলিয়ার এই পোস্টে নীতু কাপুর আবার হার্ট ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করেছেন ।

দেখে নিন সেই পোস্ট..

মুম্বই : পুরো দুনিয়ার কাছে তিনি একজন লেজেন্ড, কিন্তু আলিয়া ভাটের কাছে ঋষি লেজেন্ডের থেকেও বড় বন্ধু । গত দু'বছরে মানুষটাকে একেবারে অন্যভাবে চিনেছেন আলিয়া । আর সেই জন্য নিজেকে তাঁর ভাগ্যবতী মনে হয় ।

সোশাল মিডিয়ায় আলিয়া একটি স্টেটমেন্ট শেয়ার করেছেন । যেখানে তিনি লিখেছেন, "এই সুন্দর মানুষটা সম্পর্কে আমি আর কী বলব ! আজ সবাই লেজেন্ড ঋষি কাপুরকে নিয়ে কথা বলছেন । আমিও তাঁকে ওভাবেই চিনে এসেছি । তবে শেষ দু'বছরে আমি তাঁকে এক বন্ধু হিসেবে, একজন চাইনিজ় লাভার হিসেবে, একজন সিনেপ্রেমী হিসেবে,একজন যোদ্ধা হিসেবে, একজন লিডার হিসেবে, একজন বাবা হিসেবে চিনেছি ।"

এই দু'বছরেই আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্কের খবর । আর তাই রণবীরের পরিবারের সঙ্গে একাত্ম হতে পেরেছেন আলিয়া । শুধু তাই নয়, ঋষি কাপুরের অসুস্থতার সময়ও আলিয়া সবসময় পাশে থেকেছেন রণবীরের ।

ঋষি আর রণবীরের একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, "বিউটিফুল বয়েজ়" । ছোট্ট রণবীরকে জড়িয়ে যুবক ঋষি সত্যিই সুন্দর । আলিয়ার এই পোস্টে নীতু কাপুর আবার হার্ট ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করেছেন ।

দেখে নিন সেই পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.