ETV Bharat / sitara

লকডাউনের পর শুটিং শুরু করলেন আলিয়া - আলিয়া ভাটের খবর

লকডাউনের পর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরছে । বি-টাউনও একটু করে সচল হচ্ছে প্রতিদিন । শুটিংয়ে ফিরলেন আলিয়া ভাট ।

Alia bhatt resumes shooting
Alia bhatt resumes shooting
author img

By

Published : Aug 31, 2020, 6:34 PM IST

মুম্বই : লকডাউনের পর শুটিং শুরু করলেন আলিয়া ভাট । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন খবরটি ।

ইনস্টাস্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া । শুটিং করে ক্লান্ত অভিনেত্রী । ক্যাপশনে লেখা, "আজকে কোন দিন ? আজ শুটিং করার দিন..."

Alia bhatt resumes shooting
সৌজন্যে ইনস্টাগ্রাম

পরে আরও একটি পোস্টে আলিয়া দিয়েছেন সতর্কবার্তা । কী বিষয়ে ? একদিনের কোরোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়েছে ভারত । 80 হাজার ছুঁয়েছে দেশের একদিনের কোরোনা আক্রান্তের সংখ্যা । প্রসঙ্গটি তুলে সকলকে বাড়িতে থাকার পরামার্শ দিয়েছেন অভিনেত্রী ।

Alia bhatt resumes shooting
সৌজন্যে ইনস্টাগ্রাম

আলিয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'সড়ক 2' । মুক্তি পেয়েই রেকর্ড গড়েছে ছবিটি । না ভালো ছবি হিসেবে নয়, খারাপ ছবি হিসেবে । IMDb-র ইতিহাসে এই প্রথম কোনও ছবি এত কম রেটিং পেয়েছে, 1.1 স্কোর করেছে ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর 'সড়ক 2'-এর মুক্তি নিয়ে ভীষণ জলঘোলা হয়েছিল সোশাল মিডিয়ায় । নেপোটিজ়মের প্রডাক্ট বলে ছবিকে বয়কট করার ডাক দেওয়া হয়েছিল । তবে তা সত্ত্বেও মুক্তি পেয়েছে 'সড়ক 2' । শুধু দর্শক নয়, সমালোচকরাও তীব্র নিন্দা করেছেন ছবিটি নিয়ে । মানগত দিক দিয়ে ওতড়াতে পারেনি মহেশ ভাট পরিচালিত এই ছবি ।

মুম্বই : লকডাউনের পর শুটিং শুরু করলেন আলিয়া ভাট । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন খবরটি ।

ইনস্টাস্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া । শুটিং করে ক্লান্ত অভিনেত্রী । ক্যাপশনে লেখা, "আজকে কোন দিন ? আজ শুটিং করার দিন..."

Alia bhatt resumes shooting
সৌজন্যে ইনস্টাগ্রাম

পরে আরও একটি পোস্টে আলিয়া দিয়েছেন সতর্কবার্তা । কী বিষয়ে ? একদিনের কোরোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়েছে ভারত । 80 হাজার ছুঁয়েছে দেশের একদিনের কোরোনা আক্রান্তের সংখ্যা । প্রসঙ্গটি তুলে সকলকে বাড়িতে থাকার পরামার্শ দিয়েছেন অভিনেত্রী ।

Alia bhatt resumes shooting
সৌজন্যে ইনস্টাগ্রাম

আলিয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'সড়ক 2' । মুক্তি পেয়েই রেকর্ড গড়েছে ছবিটি । না ভালো ছবি হিসেবে নয়, খারাপ ছবি হিসেবে । IMDb-র ইতিহাসে এই প্রথম কোনও ছবি এত কম রেটিং পেয়েছে, 1.1 স্কোর করেছে ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর 'সড়ক 2'-এর মুক্তি নিয়ে ভীষণ জলঘোলা হয়েছিল সোশাল মিডিয়ায় । নেপোটিজ়মের প্রডাক্ট বলে ছবিকে বয়কট করার ডাক দেওয়া হয়েছিল । তবে তা সত্ত্বেও মুক্তি পেয়েছে 'সড়ক 2' । শুধু দর্শক নয়, সমালোচকরাও তীব্র নিন্দা করেছেন ছবিটি নিয়ে । মানগত দিক দিয়ে ওতড়াতে পারেনি মহেশ ভাট পরিচালিত এই ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.