হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি : 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' মুক্তির পর থেকেই প্রশংসা কুড়োচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ গাঙ্গুবাঈয়ের চরিত্রে সত্য়িই নিজেকে উজার করে দিয়েছেন এই বলি সুন্দরী ৷ রিপোর্টকার্ডে তার ফলও ফলেছে চমৎকার ৷ যদিও ছবি সম্পর্কে আলিয়ার প্রেমিক তথা অভিনেতা রণবীর কাপুরের মতামত এখনও জানা যায়নি ৷
ছবি মুক্তির পর প্রমোশনে এসে এবার সাংবাদিকদের সামনে তাঁর পরিবার ছবিটিকে কীভাবে নিয়েছেন এবার তা নিয়ে মুখ খুললেন আলিয়া ৷ তিনি জানান, পরিবারের সকলে ছবিটি বেশ কয়েকমাস আগেই দেখেছেন তখনই তাঁদের ভাল লেগেছিল ৷ তবে অন্যান্য দর্শকদের সঙ্গে হলেও তাঁরা ছবিটি আবার দেখতে গিয়েছেন ৷
আরও পড়ুন: নতুন গান 'ঝুম রে গোরি'-তে গরবার মেজাজে আলিয়া
ছবি সম্পর্কে রণবীরের মতামত (Ranbir Kapoor reaction on Gangubai Kathiawadi) নিয়ে জিজ্ঞেস করা হলে অভিনেত্রী জানান, সবাই রণবীরের প্রতিক্রিয়া জানতে সত্যিই আগ্রহী । যেহেতু রণবীর সোশ্যাল মিডিয়াতে নেই, তিনি তাঁকে অবশ্য়ই বলবেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের জন্য একটি বাইট দিতে যাতে সবাই ছবি সম্পর্কে অভিনেতার প্রতিক্রিয়া জানতে পারেন । আলিয়া ছাড়াও সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই নতুন ছবিতে রীতিমত সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন অজয় দেবগণ, বিজয় রাজের মত অভিনেতারাও ৷ 25 ফেব্রুয়ারি হলে মুক্তির পর থেকেই রীতিমত সাড়া ফেলেছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷