মুম্বই : নেটিজেনদের নজর এড়ায় না কিছুই । কেউ একটা ছবি দিলে সেই ছবির লোকেশন খুঁজে বের করতে বেশি সময় লাগে না তাদের । আলিয়া ভাটের অনুরাগীরাও এতটা তৎপর ।
সম্প্রতি একটি সেলফি শেয়ার করেছেন আলিয়া । তাঁর পিছনে ক্যাবিনেটে ঝোলানো সারি সারি পুরুষদের পোশাক । বোঝাই যাচ্ছে আলিয়া কারও ক্লজ়েটে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পোস্টের কিছু সময়ের পরেই নেটিজেনরা কমেন্ট করতে থাকেন যে, এটি রণবীর কাপুরের ক্লজ়েট । দিল্লিতে গেলে রণবীর যে হোটেলে রুমে থাকেন, সেই রুম সংলগ্ন ক্লজ়েট সেটি ।
সত্যি-মিথ্যে জানা নেই, তবে আজই রণবীর-আলিয়াকে ঋদ্ধিমা কাপুর সাহানির বাড়িতে দেখা গেছে । রণবীরের দিদি ঋদ্ধিমার বাড়ি দিল্লিতে । তাহলে কি সত্যিই এই কাপল দিল্লিতে এক হোটেল রুম শেয়ার করে রয়েছেন ?
- 3" class="align-text-top noRightClick twitterSection" data="
3">
3
সম্প্রতি রণবীরের মুম্বই ফ্ল্যাটের পাশেই নতুন ফ্ল্যাট কিনেছেন আলিয়া । 'বাস্তু পালি হিল কমপ্লেক্স'-এ অভিনেত্রীর কেনা সেই ফ্ল্যাটের দাম নাকি 32 কোটি টাকা । সাত তলায় থাকেন রণবীর এবং পাঁচ তলায় আলিয়ার ফ্ল্যাট ।