ETV Bharat / sitara

রণবীরের ক্লজ়েটে কী করছেন আলিয়া ?

রণবীর কাপুরের ক্লজ়েটে আলিয়া ভাট । ক্লজ়েট অর্থাৎ সাজপোশাক রাখা ও বদলের বড় জায়গা । সেলেব্রিটিদের ক্লজ়েট একটা আস্ত ঘরের মতোই হয় । তাহলে কি দু'জন একসঙ্গে থাকছেন ?

Alia bhatt in ranbir kapoor house
Alia bhatt in ranbir kapoor house
author img

By

Published : Jan 31, 2021, 10:40 PM IST

মুম্বই : নেটিজেনদের নজর এড়ায় না কিছুই । কেউ একটা ছবি দিলে সেই ছবির লোকেশন খুঁজে বের করতে বেশি সময় লাগে না তাদের । আলিয়া ভাটের অনুরাগীরাও এতটা তৎপর ।

সম্প্রতি একটি সেলফি শেয়ার করেছেন আলিয়া । তাঁর পিছনে ক্যাবিনেটে ঝোলানো সারি সারি পুরুষদের পোশাক । বোঝাই যাচ্ছে আলিয়া কারও ক্লজ়েটে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন ।

পোস্টের কিছু সময়ের পরেই নেটিজেনরা কমেন্ট করতে থাকেন যে, এটি রণবীর কাপুরের ক্লজ়েট । দিল্লিতে গেলে রণবীর যে হোটেলে রুমে থাকেন, সেই রুম সংলগ্ন ক্লজ়েট সেটি ।

সত্যি-মিথ্যে জানা নেই, তবে আজই রণবীর-আলিয়াকে ঋদ্ধিমা কাপুর সাহানির বাড়িতে দেখা গেছে । রণবীরের দিদি ঋদ্ধিমার বাড়ি দিল্লিতে । তাহলে কি সত্যিই এই কাপল দিল্লিতে এক হোটেল রুম শেয়ার করে রয়েছেন ?

সম্প্রতি রণবীরের মুম্বই ফ্ল্যাটের পাশেই নতুন ফ্ল্যাট কিনেছেন আলিয়া । 'বাস্তু পালি হিল কমপ্লেক্স'-এ অভিনেত্রীর কেনা সেই ফ্ল্যাটের দাম নাকি 32 কোটি টাকা । সাত তলায় থাকেন রণবীর এবং পাঁচ তলায় আলিয়ার ফ্ল্যাট ।

মুম্বই : নেটিজেনদের নজর এড়ায় না কিছুই । কেউ একটা ছবি দিলে সেই ছবির লোকেশন খুঁজে বের করতে বেশি সময় লাগে না তাদের । আলিয়া ভাটের অনুরাগীরাও এতটা তৎপর ।

সম্প্রতি একটি সেলফি শেয়ার করেছেন আলিয়া । তাঁর পিছনে ক্যাবিনেটে ঝোলানো সারি সারি পুরুষদের পোশাক । বোঝাই যাচ্ছে আলিয়া কারও ক্লজ়েটে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন ।

পোস্টের কিছু সময়ের পরেই নেটিজেনরা কমেন্ট করতে থাকেন যে, এটি রণবীর কাপুরের ক্লজ়েট । দিল্লিতে গেলে রণবীর যে হোটেলে রুমে থাকেন, সেই রুম সংলগ্ন ক্লজ়েট সেটি ।

সত্যি-মিথ্যে জানা নেই, তবে আজই রণবীর-আলিয়াকে ঋদ্ধিমা কাপুর সাহানির বাড়িতে দেখা গেছে । রণবীরের দিদি ঋদ্ধিমার বাড়ি দিল্লিতে । তাহলে কি সত্যিই এই কাপল দিল্লিতে এক হোটেল রুম শেয়ার করে রয়েছেন ?

সম্প্রতি রণবীরের মুম্বই ফ্ল্যাটের পাশেই নতুন ফ্ল্যাট কিনেছেন আলিয়া । 'বাস্তু পালি হিল কমপ্লেক্স'-এ অভিনেত্রীর কেনা সেই ফ্ল্যাটের দাম নাকি 32 কোটি টাকা । সাত তলায় থাকেন রণবীর এবং পাঁচ তলায় আলিয়ার ফ্ল্যাট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.