ETV Bharat / sitara

যে কোনও ঝড়ে আলিয়ার সঙ্গী কে ?

আলিয়া ভাট এখন বেশ একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর উপর নেটিজেনদের রোষ গিয়ে পড়েছে । বাধ্য হয়ে ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন তিনি । কিন্তু, এই ঝড়ের মধ্যেও আলিয়ার একটা সঙ্গী রয়েছে, যে সব সময় শান্ত থাকে এবং আলিয়াকেও শান্ত থাকতে সাহায্য করে ।

Alia Bhatt on cats
Alia Bhatt on cats
author img

By

Published : Jul 15, 2020, 5:16 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলিয়া বেশ চাপের মধ্যে রয়েছেন । স্টারকিড হওয়ার কারণে নেটিজেনদের রোষ গিয়ে পড়েছে তাঁর উপর । লাগাতার তাঁকে আক্রমণ করে চলেছেন দর্শক । সোশাল মিডিয়ার কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আলিয়া । কিন্তু, তাঁর সঙ্গে এমন একজন আছে, যে তাঁকে যে কোনও পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করে ।

সে হল আলিয়ার পোষা বিড়াল । এর আগে একাধিকবার অভিনেত্রীকে দেখা গেছে তাঁর প্রিয় পোষ্যকে সঙ্গে করে । আবারও একটি ছবি শেয়ার করলেন তিনি তাঁর 'এডওয়ার্ড'-এর সঙ্গে ।

আলিয়া যখন সেলফি তুলতে ব্যস্ত, তখন এডওয়ার্ড ঘুমে কাদা । ক্যাপশনে মিস ভাট লিখেছেন, "সমস্ত ঝড়ে, এই আমার শান্তি"...দেখে নিন আলিয়ার পোস্ট...

তবে এটাই আলিয়ার একমাত্র পোষ্য নয়, কয়েকদিন আগেই আলিয়া জুনিপার নামে একটি কালো বিড়ালকেও বাড়িতে আহ্বান জানিয়েছেন ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলিয়া বেশ চাপের মধ্যে রয়েছেন । স্টারকিড হওয়ার কারণে নেটিজেনদের রোষ গিয়ে পড়েছে তাঁর উপর । লাগাতার তাঁকে আক্রমণ করে চলেছেন দর্শক । সোশাল মিডিয়ার কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আলিয়া । কিন্তু, তাঁর সঙ্গে এমন একজন আছে, যে তাঁকে যে কোনও পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করে ।

সে হল আলিয়ার পোষা বিড়াল । এর আগে একাধিকবার অভিনেত্রীকে দেখা গেছে তাঁর প্রিয় পোষ্যকে সঙ্গে করে । আবারও একটি ছবি শেয়ার করলেন তিনি তাঁর 'এডওয়ার্ড'-এর সঙ্গে ।

আলিয়া যখন সেলফি তুলতে ব্যস্ত, তখন এডওয়ার্ড ঘুমে কাদা । ক্যাপশনে মিস ভাট লিখেছেন, "সমস্ত ঝড়ে, এই আমার শান্তি"...দেখে নিন আলিয়ার পোস্ট...

তবে এটাই আলিয়ার একমাত্র পোষ্য নয়, কয়েকদিন আগেই আলিয়া জুনিপার নামে একটি কালো বিড়ালকেও বাড়িতে আহ্বান জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.