ETV Bharat / sitara

'গেন্দা ফুল'-এর তালে উদ্দাম নাচ আলিয়ার, ভাইরাল ভিডিয়ো - Alia Bhatt in wedding

জয়পুরে বন্ধুর বিয়েতে 'গেন্দা ফুল' গানে মঞ্চ মাতালেন আলিয়া ভাট । সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো । দেখেছেন ?

Alia Bhatt dances in genda phool
Alia Bhatt dances in genda phool
author img

By

Published : Mar 14, 2021, 3:48 PM IST

জয়পুর, 14 মার্চ : বাদশার গাওয়া 'গেন্দা ফুল' গানটি একসময় লোকের মুখে মুখে ফিরেছে । লকডাউনে বাড়িতে বসে থাকার একঘেঁয়েমি কাটিয়েছে এই গান । এবার সেই গানে নাচলেন আলিয়া ভাটও ।

জয়পুরে বন্ধুর বিয়েতে জমিয়ে আনন্দ করছেন আলিয়া । বন্ধুদের সঙ্গে তাঁর ভীষণ ভালো সম্পর্ক । তাই তাঁদের কোনও ইভেন্ট কখনও মিস করেন না আলিয়া ।

তবে বিয়েবাড়িতে গিয়ে তারকাসুলভ দূরত্ব রেখে চলেন না তিনি । ছোটোবেলায় যেভাবে মিশতেন, আজ স্টার হওয়ার পরেও একইভাবে মেশেন আলিয়া । তাই বন্ধুর সঙ্গীতে মঞ্চে উঠে 'গেন্দা ফুল' নাচে পা মেলালেন অভিনেত্রী ।

মূল গানে জ্যাকলিন ফার্নান্ডেজ়কে পারফর্ম করতে দেখা গেছে । তাঁর শরীরী ভাষা, যৌন আবেদন সত্যিই তারিফযোগ্য । তবে আলিয়াও কিছু কম যান না । একা না নাচলেও, আলিয়াকে বেশ নজরে পড়েছে ভিডিয়োতে ।

দেখে নিন...

জয়পুর, 14 মার্চ : বাদশার গাওয়া 'গেন্দা ফুল' গানটি একসময় লোকের মুখে মুখে ফিরেছে । লকডাউনে বাড়িতে বসে থাকার একঘেঁয়েমি কাটিয়েছে এই গান । এবার সেই গানে নাচলেন আলিয়া ভাটও ।

জয়পুরে বন্ধুর বিয়েতে জমিয়ে আনন্দ করছেন আলিয়া । বন্ধুদের সঙ্গে তাঁর ভীষণ ভালো সম্পর্ক । তাই তাঁদের কোনও ইভেন্ট কখনও মিস করেন না আলিয়া ।

তবে বিয়েবাড়িতে গিয়ে তারকাসুলভ দূরত্ব রেখে চলেন না তিনি । ছোটোবেলায় যেভাবে মিশতেন, আজ স্টার হওয়ার পরেও একইভাবে মেশেন আলিয়া । তাই বন্ধুর সঙ্গীতে মঞ্চে উঠে 'গেন্দা ফুল' নাচে পা মেলালেন অভিনেত্রী ।

মূল গানে জ্যাকলিন ফার্নান্ডেজ়কে পারফর্ম করতে দেখা গেছে । তাঁর শরীরী ভাষা, যৌন আবেদন সত্যিই তারিফযোগ্য । তবে আলিয়াও কিছু কম যান না । একা না নাচলেও, আলিয়াকে বেশ নজরে পড়েছে ভিডিয়োতে ।

দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.