মুম্বই : লকডাউনে বাড়িতে বন্দী আলিয়া ভাট । নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রেখেছেন তিনি । তবে মন পড়ে রয়েছে নতুন অফিসে । আলিয়ার সেই নতুন অফিস এখন পুরোপুরি রেডি। আর সেখানে যাওয়ার জন্য ছটফট করছে মন ।
অফিসের ডেকরেশনের জন্য আর্ট ডিরেক্টর রুপিন সূচকের সঙ্গে যোগাযোগ করেছেন আলিয়া । অভিনেত্রী জানালেন, "রুপিন বুঝতে পেরেছে যে, আমি আসলে কী চাইছি । জায়গাটা এখন আমারই ব্যক্তিত্বের একটা অংশ হয়ে উঠবে, আমি ঠিক যেমন ভেবেছিলাম । জায়গাটা দেখে খুব খোলামেলা মনে হবে, কিন্তু তার মধ্যেও একটা শান্তিপূর্ণ আর আরামদায়ক পরিবেশ থাকবে । একটা কিম্বা দু'টো সারপ্রাইজ় এলিমেন্টও থাকবে সেখানে ।"
'ডিয়ার জ়িন্দগি'-র সেটে রুপিনের সঙ্গে আলাপ আলিয়ার । সেখান থেকেই বন্ধুত্ব । রুপিন IANS-কে বললেন, "আলিয়া খুব সুন্দর করে ওঁর চাহিদাটা বুঝিয়েছিল । বলেছিল অফিসে ঢুকেই যেন একটা ভালো লাগার অনুভূতি আসে । কিছু গ্রাফিক আর্ট কর্নার আর অপ্রচলিত মজাদার ডিজ়াইন চেয়েছিল ও ।"
- View this post on Instagram
Ummm. One holiday please? With extra sunshine & extra trees.. To go :) thanks 🙃
">
সেভাবেই আলিয়ার অফিস সাজিয়েছেন রুপিন । দেওয়ার কিছু টার্কিশ রঙের ডিজ়াইন, মেঝেতে কিছু বালিশ, আরামদায়ক চেয়ার..সব মিলিয়ে একটা বোহেমিয়ান ফিল দেওয়ার চেষ্টা করেছেন আর্ট ডিরেক্টর । অনেকটা আলিয়ার ব্যক্তিত্বের মতো । সেখানে কাজ করার জন্য ছটফট করবেন আলিয়া, সেটাই স্বাভাবিক ।