ETV Bharat / sitara

থিয়েটার আর্টিস্টদের পাশে আলি - Ali Fazal latest news

মুম্বইয়ের থিয়েটার কর্মীদের পাশে দাঁড়ালেন আলি ফজল । লকডাউনের পর থেকে যে সমস্ত থিয়েটার কর্মীদের কাছে কাজ নেই তাঁদের সাহায্যের আবেদন অভিনেতার ।

Ali Fazal helps mumbai theatre artists
Ali Fazal helps mumbai theatre artists
author img

By

Published : May 30, 2020, 2:16 PM IST

মুম্বই : লকডাউনে কেড়ে নিয়েছে বহু মানুষের কর্মসংস্থান । দিনমজুরদের মতো সমস্ত থিয়েটার কর্মীরাও অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে । তাঁদের কথা ভাবলেন আলি ফজল ।

এই কঠিন সময়ে থিয়েটার কর্মীদের দুরবস্থার চিত্র ফুটিয়ে তুলে একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে । আর আলি ফজল এই উদ্যোগের সঙ্গে যুক্ত ভীষণভাবে ।

IANS-কে আলি বলেন, "এই সময়ে থিয়েটার অভিনেতাদের নিয়ে কথা বলা খুব দরকার ছিল । প্রায় আট সপ্তাহ হয়ে গেল লকডাউন চলছে । আমাদের ইন্ডাস্ট্রির বেশিরভাগ অভিনেতা এই থিয়েটার থেকেই অভিনয়টা শিখে আসে । তাও এই দুনিয়াকে সত ছেলের মতো করে ট্রিট করা হয় ।"

তিনি আরও বলেন, "তাই আমাদেরই উদ্যোগ নিয়ে থিয়েটার জগতের পাশে দাঁড়াতে হবে । অনেক পরিচিত ব্যক্তিত্ব টেকনিশিয়ান ও ক্রু মেম্বারদের সাহায্য করতে এগিয়ে এসেছেন । আর থিয়েটার অভিনেতারা ভার্চুয়াল পারফর্মেন্সেরও অংশ হতে পারেন । থিয়েটার কমিউনিটিকে সাহায্য করার জন্য কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে ।"

ভিডিয়োতে ব্যবহৃত গান লিখেছেন নিশান্ত রাজা । গানের কথা অমিতোষ নাগপালের । আর এই উদ্য়োগের কনসেপ্ট মনীষ বর্মার । রয়েছেন আলি ফজলও ।

মুম্বই : লকডাউনে কেড়ে নিয়েছে বহু মানুষের কর্মসংস্থান । দিনমজুরদের মতো সমস্ত থিয়েটার কর্মীরাও অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে । তাঁদের কথা ভাবলেন আলি ফজল ।

এই কঠিন সময়ে থিয়েটার কর্মীদের দুরবস্থার চিত্র ফুটিয়ে তুলে একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে । আর আলি ফজল এই উদ্যোগের সঙ্গে যুক্ত ভীষণভাবে ।

IANS-কে আলি বলেন, "এই সময়ে থিয়েটার অভিনেতাদের নিয়ে কথা বলা খুব দরকার ছিল । প্রায় আট সপ্তাহ হয়ে গেল লকডাউন চলছে । আমাদের ইন্ডাস্ট্রির বেশিরভাগ অভিনেতা এই থিয়েটার থেকেই অভিনয়টা শিখে আসে । তাও এই দুনিয়াকে সত ছেলের মতো করে ট্রিট করা হয় ।"

তিনি আরও বলেন, "তাই আমাদেরই উদ্যোগ নিয়ে থিয়েটার জগতের পাশে দাঁড়াতে হবে । অনেক পরিচিত ব্যক্তিত্ব টেকনিশিয়ান ও ক্রু মেম্বারদের সাহায্য করতে এগিয়ে এসেছেন । আর থিয়েটার অভিনেতারা ভার্চুয়াল পারফর্মেন্সেরও অংশ হতে পারেন । থিয়েটার কমিউনিটিকে সাহায্য করার জন্য কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে ।"

ভিডিয়োতে ব্যবহৃত গান লিখেছেন নিশান্ত রাজা । গানের কথা অমিতোষ নাগপালের । আর এই উদ্য়োগের কনসেপ্ট মনীষ বর্মার । রয়েছেন আলি ফজলও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.