মুম্বই : আরও একবার বড় পরদায় আসতে চলেছে 'মিস্টার ইন্ডিয়া' ছবিটি । সৌজন্যে পরিচালক আলি আব্বাস জ়াফার । তবে এটি সিকুয়েল বা রিমেক কোনওটাই নয় বলে জানিয়েছেন পরিচালক । শোনা যাচ্ছে, এই ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে শাহরুখ খান ও রণবীর সিংকে । যদিও এ বিষয়ে নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি ।
বেশ কয়েকদিন ধরেই এই ছবি সম্পর্কে কানাঘুষো একাধিক খবর শোনা যাচ্ছিল । এরপর গতকাল আলি আব্বাস টুইট করে ছবি তৈরির কথা নিশ্চিত করেন । লেখেন, "এটা এমন একটি চরিত্র যাকে সবাই ভালোবাসে । আর সেটাকে নিয়ে কাজ করা খুবই বড় একটা দায়িত্ব । এখন স্ক্রিপ্টের উপর কাজ করছি । অভিনেতাদের বিষয়টি এখনও ঠিক হয়নি । স্ক্রিপ্টের প্রাথমিক একটা ড্রাফ্ট তৈরি হয়ে গেলে তারপরই অভিনেতাদের ঠিক করা হবে ।"
-
Excited to partner with @ZeeStudios_ for an epic trilogy #MrIndia! It is a huge responsibility to carry forward an iconic character loved by everyone. Currently, working on the script, no actor has been locked till now. Once we lock the first draft of the script, casting begins!
— ali abbas zafar (@aliabbaszafar) February 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Excited to partner with @ZeeStudios_ for an epic trilogy #MrIndia! It is a huge responsibility to carry forward an iconic character loved by everyone. Currently, working on the script, no actor has been locked till now. Once we lock the first draft of the script, casting begins!
— ali abbas zafar (@aliabbaszafar) February 17, 2020Excited to partner with @ZeeStudios_ for an epic trilogy #MrIndia! It is a huge responsibility to carry forward an iconic character loved by everyone. Currently, working on the script, no actor has been locked till now. Once we lock the first draft of the script, casting begins!
— ali abbas zafar (@aliabbaszafar) February 17, 2020
1987 সালে মুক্তি পায় 'মিস্টার ইন্ডিয়া' ক্লাসিক ছবিটি । অভিনয় করেছিলেন শ্রীদেবী, অনিল কাপুর, অমরিশ পুরির মতো তারকারা । পরিচালনা করেন শেখর কাপুর । একটি ঘড়িকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ছবিটি । ছবিতে অনিল কাপুরের বাবা বানিয়েছিলেন সেই ঘড়ি । ঘড়ির বিশেষত হল সেটি পরে একটি বোতাম টেপা মাত্রই ভ্যানিশ হয়ে যেতে পারেন ওই ব্যক্তি । মোগ্যাম্বোর (এই চরিত্রে অভিনয় করেছিলেন অমরীশ পুরি) হাত থেকে অনাথ বাচ্চাদের বাঁচাতে এই ঘড়ির সাহায্য নিয়েছিলেন অনিল কাপুল । সায়েন্স ফিকশন এই ছবি সে সময় ভালো সাড়া পেয়েছিল দর্শকদের কাছ থেকে । তবে এই ছবির সিকুয়েল বা রিমেক কোনওটাই করছেন না বলে জানিয়েছেন আলি আব্বাস ।
ছবি সম্পর্কে জ়ি স্টুডিয়োর CEO শারিক প্যাটেল বলেন, "এই ছবির জন্য আলি আব্বাসকে পেয়ে আমরা খুব খুশি । তবে এটি পুরোনো ছবির রিমেক বা সিকুয়েল কোনওটাই নয় । কয়েকদিন ধরে বেশ কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছিল যে এটি সিকুয়েল । সে খবর একেবারেই ঠিক নয় । আইকনিক ওই ক্লাসিক ছবিকে মাথায় রেখেই তৈরি করা হচ্ছে ছবিটি ।" তবে ছবিতে রণবীর ও শাহরুখকে একসঙ্গে দেখা যাবে কি না তা অবশ্য সময়ই বলে দেবে ।