ETV Bharat / sitara

১৭ বছর পর এক ছবি শাহরুখ-সলমান ? - film

২০০২ সালে শেষ ছবি করেছিলেন একসঙ্গে। ১৭ বছর পর আবারও একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের অন্য়তম দুই খানকে।

শাহরুখ-সলমান
author img

By

Published : May 11, 2019, 7:54 PM IST

মুম্বই : আলি আব্বাস জাফর এখন ব্যস্ত তাঁর আগামী ছবি 'ভারত'-এর প্রোমোশন নিয়ে। এর মাঝেই তিনি জানালেন, খুব শিগগিরিই শাহরুখ খান ও সলমান খানকে এক ছবিতে কাস্ট করতে চলেছেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আলি আব্বাসকে এই বিষয় প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, "প্রার্থনা করুন, এটা যেন খুব শিগগিরিই হয়। আশা করি এমন একটা স্ক্রিপ্ট লিখতে পারি, তাহলে কেন নয় ? ওরা দু'জন দু'জনকে ভালোবাসে। একসঙ্গে কাজও করতে চায়। যদি কোনও স্ক্রিপ্ট থাকে, কেন তাঁরা একসঙ্গে ছবি করবে না ?"

কুছ কুছ হোতা হ্যায়, করণ-অর্জুনের মতো ছবি রয়েছে বলিউডের এই দুই জনের ঝুলিতে। ২০০২ সালে 'হাম তুমহারে হ্যায় সনম'-এ শেষ কাজ করেছিলেন একসঙ্গে। ১৭ বছর পর আবারও একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের অন্য়তম দুই খানকে।

মুম্বই : আলি আব্বাস জাফর এখন ব্যস্ত তাঁর আগামী ছবি 'ভারত'-এর প্রোমোশন নিয়ে। এর মাঝেই তিনি জানালেন, খুব শিগগিরিই শাহরুখ খান ও সলমান খানকে এক ছবিতে কাস্ট করতে চলেছেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আলি আব্বাসকে এই বিষয় প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, "প্রার্থনা করুন, এটা যেন খুব শিগগিরিই হয়। আশা করি এমন একটা স্ক্রিপ্ট লিখতে পারি, তাহলে কেন নয় ? ওরা দু'জন দু'জনকে ভালোবাসে। একসঙ্গে কাজও করতে চায়। যদি কোনও স্ক্রিপ্ট থাকে, কেন তাঁরা একসঙ্গে ছবি করবে না ?"

কুছ কুছ হোতা হ্যায়, করণ-অর্জুনের মতো ছবি রয়েছে বলিউডের এই দুই জনের ঝুলিতে। ২০০২ সালে 'হাম তুমহারে হ্যায় সনম'-এ শেষ কাজ করেছিলেন একসঙ্গে। ১৭ বছর পর আবারও একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের অন্য়তম দুই খানকে।

Intro:Body:

১৭ বছর পর এক ছবি শাহরুখ-সলমান ?



২০০২ সালে শেষ ছবি করেছিলেন একসঙ্গে। ১৭ বছর পর আবারও একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের অন্য়তম দুই খানকে।



মুম্বই : আলি আব্বাস জাফর এখন ব্যস্ত তাঁর আগামী ছবি 'ভারত'-এর প্রোমোশন নিয়ে। এর মাঝেই তিনি জানালেন, খুব শিগগিরিই শাহরুখ খান ও সলমান খানকে এক ছবিতে কাস্ট করতে চলেছেন তিনি।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আলি আব্বাসকে এই বিষয় প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, "প্রার্থনা করুন, এটা যেন খুব শিগগিরিই হয়। আশা করি এমন একটা স্ক্রিপ্ট লিখতে পারি, তাহলে কেন নয় ? ওরা দু'জন দু'জনকে ভালোবাসে। একসঙ্গে কাজও করতে চায়। যদি কোনও স্ক্রিপ্ট থাকে, কেন তাঁরা একসঙ্গে ছবি করবে না ?"



কুছ কুছ হোতা হ্যায়, করণ-অর্জুনের মতো ছবি রয়েছে বলিউডের এই দুই জনের ঝুলিতে। ২০০২ সালে 'হাম তুমহারে হ্যায় সনম'-এ শেষ কাজ করেছিলেন একসঙ্গে। ১৭ বছর পর আবারও একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের অন্য়তম দুই খানকে।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.