হায়দরাবাদ, 31 মার্চ : বলিউড অভিনেত্রী আলায়া এফ 'জাওয়ানী জানেমান' ছবির সঙ্গে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন ৷ ইতিমধ্যেই এই ছবির সঙ্গেই তাঁর ঝুলিতে ঢুকে পড়েছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ৷ জয়ের বিষয়ে তিনি বলেন , "আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রমে সফলতা পাওয়া সম্ভব ৷"
মঙ্গলবারই আলায়া অভিনীত 'আজ সাজেয়া' নামের একটি মিউজিক ভিডিয়ো প্রকাশিত হয়েছে ৷ এদিন আলায়া বলেন, তাঁর বিশ্বাস এই গানটি কিছু দিনের মধ্যেই সবার প্লে লিস্টে থাকবে ৷ এই অনুষ্ঠান চলাকালীন আলায়াকে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সম্পর্কে জানলতে চাইলে তিনি বলেন, "এটা আমার জীবনের খুব বড় একটা লক্ষ্য ছিল ৷"
-
SHES MINE!!!!!😄 Best Debut Female!!♥️ I’m smiling from ear to ear!!! So, so, so grateful!♥️ THANK YOU THANK YOU THANK YOU!♥️♥️ thank you for all the love and support! I promise to keep working hard and doing my best every single day! Going to make all of you so so proud♥️ pic.twitter.com/UF4F9rpbV2
— Alaya F (@AlayaF___) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">SHES MINE!!!!!😄 Best Debut Female!!♥️ I’m smiling from ear to ear!!! So, so, so grateful!♥️ THANK YOU THANK YOU THANK YOU!♥️♥️ thank you for all the love and support! I promise to keep working hard and doing my best every single day! Going to make all of you so so proud♥️ pic.twitter.com/UF4F9rpbV2
— Alaya F (@AlayaF___) March 27, 2021SHES MINE!!!!!😄 Best Debut Female!!♥️ I’m smiling from ear to ear!!! So, so, so grateful!♥️ THANK YOU THANK YOU THANK YOU!♥️♥️ thank you for all the love and support! I promise to keep working hard and doing my best every single day! Going to make all of you so so proud♥️ pic.twitter.com/UF4F9rpbV2
— Alaya F (@AlayaF___) March 27, 2021
আরও পড়ুন : অসাধারণ পরিণতি পরিনীতা
'জাওয়ানি দিওয়ানি' ছবিতে আলায়েকে একজন কিশোরীর ভূমিকায় দেখা গিয়েছে ৷ ছবির বিষয়ে কথা বলতে গিয়ে আলায়া বলেন , "আমি বিশ্বাস করি প্রথম ছবি হিসাবে 'জাওয়ানী জানেমান'র থেকে ভাল কিছু আর হতে পারত না ৷ আমি যে শুধুমাত্র প্রশংসা পেয়েছি তাই নয়, এই ছবিতে কাজ পাওয়া আমার কাছে আশীর্বাদ ৷ এই ছবিতে টিয়ার ভূমিকায় আমায় দেখা গিয়েছে ৷ বাস্তব জীবনেও আমি এমনই ৷" ইতিমধ্যেই প্রযোজক জয় শেভাক্রমনীর সঙ্গে তিনটি ছবির চুক্তি হয়েছে ৷