ETV Bharat / sitara

নেপোটিজ়ম একটা বাস্তব ব্যাপার : আলয়া ফার্নিচারওয়ালা - আলয়া ফার্নিচারওয়ালা

নেপোটিজ়ম একটা বাস্তব ব্যাপার, খোলা মনে মেনে নিলেন আলয়া ফার্নিচারওয়ালা । পুজা বেদির মেয়ে হলেও মা কোনওভাবেই তাঁকে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেননি, এটাও জানালেন অভিনেত্রী ।

alaya f on nepotism
alaya f on nepotism
author img

By

Published : Apr 9, 2020, 8:50 PM IST

মুম্বই : নেপোটিজ়ম নিয়ে বলিউডের তর্ক বহুদিনের । নেপোটিজ়ম আছে না নেই, সেই নিয়ে নানা মুনির নানা মত । তবে নিজে একজন স্টারকিড হয়েও নেপোটিজ়মের অস্তিত্ব মেনে নিলেন আলয়া ফার্নিচারওয়ালা । বললেন, "নেপোটিজ়ম একটা বাস্তব ব্যাপার" ।

আলয়া বললেন, "নেপোটিজ়ম একটা বাস্তব ব্যাপার আর এই বিষয়ে কথা বলতে পেরে আমি খুশি । আমার মনে হয় অনেক মানুষই বুঝতে পারেন নেপোটিজ়ম কী, তবে মাঝেমাঝে সেটার ব্যাখ্যাটা ভুল হয়ে যায় । তুমি যদি সচেতন হও, তাহলে তুমি ভুল ব্যাখ্যাকেই স্বীকৃতি দেবে আর কঠিন পরিশ্রম করবে । তাহলেই সব ঠিক হয়ে যাবে ।"

alaya f on nepotism
alaya f on nepotism

অভিনেত্রী আরও বলেন, "আমি যেরকম আমার মায়ের কোনও সাহায্য নিইনি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য । আমি আর আমার এজেন্সিই এর জন্য দায়ি । তাও আমি বিশ্বাস করি যে, আমার সঙ্গে যুক্ত কোনও নাম, সেটা আমি ব্যবহার করি বা না করি, কোথাও একটা তোমায় অ্যাডভান্টেজ দেবেই ।"

এই বছরেই 'জওয়ানি জানেমন' ছবিতে ডেবিউ করেছেন আলয়া । চার বছর ধরে তিনি নিজেকে তৈরি করেছেন । বোঝার চেষ্টা করেছেন নিজের গুণগুলোকে । তার জন্য নিজের শিক্ষকদেরও ধন্যবাদ দিতে ভুললেন না আলয়া ।

'জওয়ানি জানেমন' বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে না পারলেও প্রশংসিত হয় আলয়ার অভিনয় ।

মুম্বই : নেপোটিজ়ম নিয়ে বলিউডের তর্ক বহুদিনের । নেপোটিজ়ম আছে না নেই, সেই নিয়ে নানা মুনির নানা মত । তবে নিজে একজন স্টারকিড হয়েও নেপোটিজ়মের অস্তিত্ব মেনে নিলেন আলয়া ফার্নিচারওয়ালা । বললেন, "নেপোটিজ়ম একটা বাস্তব ব্যাপার" ।

আলয়া বললেন, "নেপোটিজ়ম একটা বাস্তব ব্যাপার আর এই বিষয়ে কথা বলতে পেরে আমি খুশি । আমার মনে হয় অনেক মানুষই বুঝতে পারেন নেপোটিজ়ম কী, তবে মাঝেমাঝে সেটার ব্যাখ্যাটা ভুল হয়ে যায় । তুমি যদি সচেতন হও, তাহলে তুমি ভুল ব্যাখ্যাকেই স্বীকৃতি দেবে আর কঠিন পরিশ্রম করবে । তাহলেই সব ঠিক হয়ে যাবে ।"

alaya f on nepotism
alaya f on nepotism

অভিনেত্রী আরও বলেন, "আমি যেরকম আমার মায়ের কোনও সাহায্য নিইনি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য । আমি আর আমার এজেন্সিই এর জন্য দায়ি । তাও আমি বিশ্বাস করি যে, আমার সঙ্গে যুক্ত কোনও নাম, সেটা আমি ব্যবহার করি বা না করি, কোথাও একটা তোমায় অ্যাডভান্টেজ দেবেই ।"

এই বছরেই 'জওয়ানি জানেমন' ছবিতে ডেবিউ করেছেন আলয়া । চার বছর ধরে তিনি নিজেকে তৈরি করেছেন । বোঝার চেষ্টা করেছেন নিজের গুণগুলোকে । তার জন্য নিজের শিক্ষকদেরও ধন্যবাদ দিতে ভুললেন না আলয়া ।

'জওয়ানি জানেমন' বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে না পারলেও প্রশংসিত হয় আলয়ার অভিনয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.