মুম্বই : প্রথম ছবি 'জওয়ানি জানেমন'-এ 'গল্লাঁ করদি' গানে জমিয়ে নেচেছিলেন আলায়া । সেই নাচের প্রথম রিহার্সালের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ।
এই পারফর্মেন্সটির সঙ্গে অনেকগুলো 'প্রথম' জড়িয়ে রয়েছে আলায়ার । কী সেইগুলো ? এই নাচের জন্যই আলায়ার প্রথম রিহার্সাল, এই নাচ দিয়েই তাঁর সিনেমায় হাতেখড়ি, আর এটাই তাঁর ক্যারিয়ারের প্রথম গান ।
রিয়ার্সালের সঙ্গে সঙ্গে 'জওয়ানি জানেমন'-এর প্রথম শটটিও শেয়ার করেছেন অভিনেত্রী । স্নিকার থেকে 6 ইঞ্চি হিল, ক্যাজ়ুয়াল হালকা পোশাক থেকে ফ্লোরাল গাউন, দু'টো পরিস্থিতিতে পার্থক্য অনেকটাই ।
তবে একটি জিনিস এক বলে মনে করেন আলায়া । তা হল, দু'বারই নাচের সময় খুব ভয় পেয়েছিলেন তিনি । দেখে নিন ভিডিয়ো..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">