ETV Bharat / sitara

অক্টোবরে শুরু হবে 'অতরঙ্গী রে'-র শুটিং - akshay in Atrangi Re

অক্টোবরেই মাদুরাইতে শুরু হতে চলেছে 'অতরঙ্গী রে'-র শুটিং । মুখ্য চরিত্রে রয়েছেন সারা আলি খান, অক্ষয় কুমার ও ধনুশ ।

োে্
োে্
author img

By

Published : Jul 27, 2020, 6:20 PM IST

মুম্বই : অক্টোবরেই শুরু হবে 'অতরঙ্গী রে'-র শুটিং । ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সারা আলি খান, অক্ষয় কুমার ও ধনুশকে । অক্টোবর থেকে মাদুরাইতে ফের শুরু হতে চলেছে এই ছবির শুটিং ।

মার্চেই শুরু হয়েছিল এই ছবির শুটিং । কিন্তু, কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় বন্ধ করে দেওয়া হয় শুটিং । ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক ছবির শুটিং । আর অক্টোবর থেকে শুরু হবে 'অতরঙ্গী রে'-র শুটিং ।

আনন্দ এল রাই পরিচালিত এই ছবির শুটিং হবে মাদুরাই, দিল্লি ও মুম্বইয়ের একাধিক জায়গায় । এ প্রসঙ্গে তিনি বলেন, "লকডাউনের মধ্যে ছবির শুটিং নিয়ে নিজেকে প্রস্তুত করেছি । শুটিং শুরু করার অপেক্ষায় রয়েছি । মাদুরাইতে অক্টোবর থেকে শুটিং হওয়ার কথা ।"

এর আগে 'রাঞ্ঝনা' ছবিতে ধনুশের সঙ্গে কাজ করেছিলেন আনন্দ । 2013 সালে মুক্তি পায় ওই ছবি । এরপর ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের । ছবির গল্পটি লিখেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত হিমাংশু শর্মা । লকডাউনের আগে বারাণসীতে ছবির শুটিং শেষ করে ফেলেছিলেন সারা ও ধনুশ ।

তবে শোনা যাচ্ছে, 'অতরঙ্গী রে' ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে সারাকে । অক্ষয় ও ধনুশের সঙ্গে সমানতালে রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে । দুটি যুগকে তুলে ধরা হবে ছবিতে । যদিও এ বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কিছু বলা হয়নি । সব ঠিক থাকলে 2021 সালের 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : অক্টোবরেই শুরু হবে 'অতরঙ্গী রে'-র শুটিং । ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সারা আলি খান, অক্ষয় কুমার ও ধনুশকে । অক্টোবর থেকে মাদুরাইতে ফের শুরু হতে চলেছে এই ছবির শুটিং ।

মার্চেই শুরু হয়েছিল এই ছবির শুটিং । কিন্তু, কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় বন্ধ করে দেওয়া হয় শুটিং । ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক ছবির শুটিং । আর অক্টোবর থেকে শুরু হবে 'অতরঙ্গী রে'-র শুটিং ।

আনন্দ এল রাই পরিচালিত এই ছবির শুটিং হবে মাদুরাই, দিল্লি ও মুম্বইয়ের একাধিক জায়গায় । এ প্রসঙ্গে তিনি বলেন, "লকডাউনের মধ্যে ছবির শুটিং নিয়ে নিজেকে প্রস্তুত করেছি । শুটিং শুরু করার অপেক্ষায় রয়েছি । মাদুরাইতে অক্টোবর থেকে শুটিং হওয়ার কথা ।"

এর আগে 'রাঞ্ঝনা' ছবিতে ধনুশের সঙ্গে কাজ করেছিলেন আনন্দ । 2013 সালে মুক্তি পায় ওই ছবি । এরপর ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের । ছবির গল্পটি লিখেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত হিমাংশু শর্মা । লকডাউনের আগে বারাণসীতে ছবির শুটিং শেষ করে ফেলেছিলেন সারা ও ধনুশ ।

তবে শোনা যাচ্ছে, 'অতরঙ্গী রে' ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে সারাকে । অক্ষয় ও ধনুশের সঙ্গে সমানতালে রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে । দুটি যুগকে তুলে ধরা হবে ছবিতে । যদিও এ বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কিছু বলা হয়নি । সব ঠিক থাকলে 2021 সালের 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.