ETV Bharat / sitara

'পৃথ্বীরাজ'-র চরিত্রে অক্ষয় কুমার, প্রকাশ্যে টিজ়ার - birthday

প্রথম কোনও ঐতিহাসিক ছবিতে অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার । পৃথ্বীরাজের চরিত্রে এরপর তাঁকে দেখতে চলেছেন ভক্তরা । আজ নিজের জন্মদিনে টিজ়ার শেয়ার করে একথা ঘোষণা করলেন তিনি ।

পৃথ্বীরাজ
author img

By

Published : Sep 9, 2019, 10:52 AM IST

মুম্বই : আজ নিজের জন্মদিনে পরবর্তী ছবি 'পৃথ্বীরাজ'-র কথা ঘোষণা করে ভক্তদের উপহার দিলেন অভিনেতা অক্ষয় কুমার । 'মিশন মঙ্গল'-র সাফল্যর পর আজ 'পৃথ্বীরাজ'-র অ্যানাউন্সমেন্ট টিজ়ার সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা ।

ইয়াশ রাজ ফিল্মসের প্রযোজনায় ছবির পরিচালনা করছেন ডঃ চন্দ্রপ্রকাশ দ্বিবেদী ।

অক্ষয় কুমার টুইট করেন, "আমার জন্মদিনে আমার প্রথম ঐতিহাসিক ছবি সম্পর্কে শেয়ার করে আমি আনন্দিত । বীরত্ব ও মূল্যবোধের জন্য পরিচিত পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি- সম্রাট পৃথ্বীরাজ চৌহান আমার অন্যতম বড় ছবিগুলির মধ্যে একটি ।"

টিজ়ারটিতে যুদ্ধের ঘোষণা শোনা যায় । সঙ্গে দেখা যায় একটি তরোয়ালে আগুন জ্বলছে । তারপরই দেখা যায়, সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত । তাদের নেতৃত্ব দিয়ে সামনে ঘোড়ায় রয়েছেন এক ব্যক্তি । এখানেই টিজ়ারটি শেষ হয়ে যায় ।

সম্রাট পৃথ্বীরাজ চৌহান একজন বিশিষ্ট ঐতিহাসিক ব্যক্তিত্ব । তিনি নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছেন । ঘোরিদ রাজবংশের শাসককে ব্যর্থ করার জন্য বেশ কয়েকটি যুদ্ধ করেছিলেন । যদিও ছবির প্লটকে এখনও সামনে আনা হয়নি । দর্শকদের শুধু এটুকুই জানানো হয়েছে যে, পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অক্ষয় কুমার অভিনয় করবেন ।

অন্যদিকে, এবছরের শেষে 'হাউসফুল ৪' ও 'গুড নিউজ়'-র মুক্তির অপেক্ষায় রয়েছেন অক্ষয় । রোহিত শেট্টির 'সূর্যবংশী' ও রাঘব লরেন্সের 'লক্ষ্মী বম্ব'-এও দেখা যাবে তাঁকে ।

মুম্বই : আজ নিজের জন্মদিনে পরবর্তী ছবি 'পৃথ্বীরাজ'-র কথা ঘোষণা করে ভক্তদের উপহার দিলেন অভিনেতা অক্ষয় কুমার । 'মিশন মঙ্গল'-র সাফল্যর পর আজ 'পৃথ্বীরাজ'-র অ্যানাউন্সমেন্ট টিজ়ার সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা ।

ইয়াশ রাজ ফিল্মসের প্রযোজনায় ছবির পরিচালনা করছেন ডঃ চন্দ্রপ্রকাশ দ্বিবেদী ।

অক্ষয় কুমার টুইট করেন, "আমার জন্মদিনে আমার প্রথম ঐতিহাসিক ছবি সম্পর্কে শেয়ার করে আমি আনন্দিত । বীরত্ব ও মূল্যবোধের জন্য পরিচিত পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি- সম্রাট পৃথ্বীরাজ চৌহান আমার অন্যতম বড় ছবিগুলির মধ্যে একটি ।"

টিজ়ারটিতে যুদ্ধের ঘোষণা শোনা যায় । সঙ্গে দেখা যায় একটি তরোয়ালে আগুন জ্বলছে । তারপরই দেখা যায়, সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত । তাদের নেতৃত্ব দিয়ে সামনে ঘোড়ায় রয়েছেন এক ব্যক্তি । এখানেই টিজ়ারটি শেষ হয়ে যায় ।

সম্রাট পৃথ্বীরাজ চৌহান একজন বিশিষ্ট ঐতিহাসিক ব্যক্তিত্ব । তিনি নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছেন । ঘোরিদ রাজবংশের শাসককে ব্যর্থ করার জন্য বেশ কয়েকটি যুদ্ধ করেছিলেন । যদিও ছবির প্লটকে এখনও সামনে আনা হয়নি । দর্শকদের শুধু এটুকুই জানানো হয়েছে যে, পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অক্ষয় কুমার অভিনয় করবেন ।

অন্যদিকে, এবছরের শেষে 'হাউসফুল ৪' ও 'গুড নিউজ়'-র মুক্তির অপেক্ষায় রয়েছেন অক্ষয় । রোহিত শেট্টির 'সূর্যবংশী' ও রাঘব লরেন্সের 'লক্ষ্মী বম্ব'-এও দেখা যাবে তাঁকে ।

Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.