ETV Bharat / sitara

"সেরা পার্টনারশিপ", বিবাহবার্ষিকীতে আবেগপ্রবণ অক্ষয় - akshay kumar wished twinkle khanna

কুড়ি বছরের পার্টনারশিপ, বিশ্বাস ভাঙার ভয় নেই, নেই বিরক্তির অবকাশ...টুইঙ্কল খান্নাকে নিজের স্ত্রী হিসেবে পেয়ে ধন্য অক্ষয় কুমার । আজ তাঁদের বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সেই কথাই জানালেন অভিনেতা ।

akshay kumar wished twinkle khanna
akshay kumar wished twinkle khanna
author img

By

Published : Jan 17, 2021, 1:05 PM IST

মুম্বই : এমনিতে দু'জনের খুনসুটির অন্ত নেই । একে অপরকে নিয়ে যখনই পোস্ট করেন, সেখানে মজা আর খুনসুটি লেগেই থাকে । তবে বিবাহবার্ষিকীর দিনে মনের কথা উজাড় করে দিলেন অক্ষয় কুমার । টুইঙ্কলকে তিনি কতটা ভালোবাসেন পরিষ্কার করে দিলেন ।

টুইঙ্কলকে সঙ্গে নিয়ে একটি সেলফি পোস্ট করেছেন অক্ষয় । হাসিমুখে একে অপরকে জড়িয়ে রয়েছেন তাঁরা । কুড়ি বছর এভাবেই রয়েছেন দম্পতি । আর আজও সেই পুরোনো হাসিটা অমলিন ।

অক্ষয় লিখেছেন, "এমন একটা পার্টনারশিপ, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি নিশ্চিত থাকতে পেরেছি । কুড়ি বছরের সঙ্গী, আর আজও তুমি আমার হৃদয়ে নাড়া দিয়ে যাও ।"

আদর করে টুইঙ্কলকে টিনা বলে ডাকেন অক্ষয় । এবারও তাই করেছেন তিনি । পোস্টের শেষে লিখেছেন, "তুমি কাছে থাকলে হাসি দূরে থাকতে পারে না । হ্যাপি অ্যানিভার্সারি টিনা ।"

জবাবে টুইঙ্কল কিছু লেখেননি । শুধু একটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন । সেটাই বোধহয় সবকিছু বলে দিয়ে যায় ।

মুম্বই : এমনিতে দু'জনের খুনসুটির অন্ত নেই । একে অপরকে নিয়ে যখনই পোস্ট করেন, সেখানে মজা আর খুনসুটি লেগেই থাকে । তবে বিবাহবার্ষিকীর দিনে মনের কথা উজাড় করে দিলেন অক্ষয় কুমার । টুইঙ্কলকে তিনি কতটা ভালোবাসেন পরিষ্কার করে দিলেন ।

টুইঙ্কলকে সঙ্গে নিয়ে একটি সেলফি পোস্ট করেছেন অক্ষয় । হাসিমুখে একে অপরকে জড়িয়ে রয়েছেন তাঁরা । কুড়ি বছর এভাবেই রয়েছেন দম্পতি । আর আজও সেই পুরোনো হাসিটা অমলিন ।

অক্ষয় লিখেছেন, "এমন একটা পার্টনারশিপ, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি নিশ্চিত থাকতে পেরেছি । কুড়ি বছরের সঙ্গী, আর আজও তুমি আমার হৃদয়ে নাড়া দিয়ে যাও ।"

আদর করে টুইঙ্কলকে টিনা বলে ডাকেন অক্ষয় । এবারও তাই করেছেন তিনি । পোস্টের শেষে লিখেছেন, "তুমি কাছে থাকলে হাসি দূরে থাকতে পারে না । হ্যাপি অ্যানিভার্সারি টিনা ।"

জবাবে টুইঙ্কল কিছু লেখেননি । শুধু একটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন । সেটাই বোধহয় সবকিছু বলে দিয়ে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.