ETV Bharat / sitara

শুটিং শেষ হল 'বেল বটম'-এর, সামনে এল পোস্টার - অক্ষয় কুমারের খবর

'বেল বটম'-এর শুটিং শেষ করলেন অক্ষয় কুমার সহ ছবির গোটা টিম । আর সেই সঙ্গেই মুক্তি পেল ছবির পোস্টার । শেয়ার করলেন স্বয়ং অক্ষয় ।

Akshay kumar bell bottom
Akshay kumar bell bottom
author img

By

Published : Oct 1, 2020, 11:06 AM IST

মুম্বই : শুটিং শেষ হল 'বেল বটম'-এর । প্রথমে স্কটল্যান্ড ও তারপর লন্ডনে গিয়ে শুটিং করলেন ছবির পুরো টিম । ছবিতে অভিনয় করছেন অক্ষয়, বাণী কাপুর, লারা দত্ত, হুমা কুরেশির মতো অভিনেতারা । এত বড় স্টারকাস্ট নিয়েও কঠিন শিডিউলের মধ্যে শেষ করা হল শুটিং ।

ব়্যাপ আপ হওয়ার সঙ্গে সঙ্গে সামনে এল ছবির পোস্টার । এতদিনে অক্ষয়ের লুক দেখা হয়ে গেছে সবার । পোস্টারে অক্ষয়ের সেই একই রূপ ধরা পড়ল । বড় বড় অক্ষরে পোস্টারে এটাও লেখা যে, 2021 সালের 2 এপ্রিল মুক্তি 'বেল বটম' ।

লকডাউন হয়ে যাওয়ার ফলে ছবি শেষ করতে অনেকটাই দেরি হয়েছে । প্রযোজকদের বেশ বড় আর্থিক ক্ষতিও হয়েছে । তাই অক্ষয়ের কড়া নির্দেশ ছিল যে, ডবল শিফ্ট করে যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শেষ করতে হবে । সেই মতোই যে কাজ হয়েছে তা বেশ বোঝা যাচ্ছে ।

অক্ষয় নিজের টিম মেম্বারদের তাই ধন্যবাদ জানাতে ভোলেননি । দেখে নিন পোস্টার...

মুম্বই : শুটিং শেষ হল 'বেল বটম'-এর । প্রথমে স্কটল্যান্ড ও তারপর লন্ডনে গিয়ে শুটিং করলেন ছবির পুরো টিম । ছবিতে অভিনয় করছেন অক্ষয়, বাণী কাপুর, লারা দত্ত, হুমা কুরেশির মতো অভিনেতারা । এত বড় স্টারকাস্ট নিয়েও কঠিন শিডিউলের মধ্যে শেষ করা হল শুটিং ।

ব়্যাপ আপ হওয়ার সঙ্গে সঙ্গে সামনে এল ছবির পোস্টার । এতদিনে অক্ষয়ের লুক দেখা হয়ে গেছে সবার । পোস্টারে অক্ষয়ের সেই একই রূপ ধরা পড়ল । বড় বড় অক্ষরে পোস্টারে এটাও লেখা যে, 2021 সালের 2 এপ্রিল মুক্তি 'বেল বটম' ।

লকডাউন হয়ে যাওয়ার ফলে ছবি শেষ করতে অনেকটাই দেরি হয়েছে । প্রযোজকদের বেশ বড় আর্থিক ক্ষতিও হয়েছে । তাই অক্ষয়ের কড়া নির্দেশ ছিল যে, ডবল শিফ্ট করে যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শেষ করতে হবে । সেই মতোই যে কাজ হয়েছে তা বেশ বোঝা যাচ্ছে ।

অক্ষয় নিজের টিম মেম্বারদের তাই ধন্যবাদ জানাতে ভোলেননি । দেখে নিন পোস্টার...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.