ETV Bharat / sitara

'সূর্যবংশী' থেকে ব্রেক নিলেন অক্ষয়, কেন? - বলিউড স্টার

রোহিত শেট্টি আর অক্ষয় কুমারের যুগলবন্দীতে তৈরি হচ্ছে 'সূর্যবংশী'। ছবিটি নিয়ে বেশ প্রত্যাশা রয়েছে দর্শকের মধ্যে। আর তার মাঝেই খবর এল যে, অক্ষয় ব্রেক নিয়েছেন ছবিটি থেকে। কী এমন হল?

অক্ষয় কুমার
author img

By

Published : Jun 25, 2019, 1:41 PM IST

মুম্বই : 'সূর্যবংশী'-র সঙ্গে তাল মিলিয়ে অক্ষয় 'হাউজ়ফুল ৪'-এর শুটিংও করছেন। সেই ছবির একটি গানের দৃশ্যে শুটিং হবে ২৮ ও ২৯ জুন। সেই কারণেই রোহিতের ছবি থেকে ব্রেক নিলেন অক্ষয়।

'হাউজ়ফুল' বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি। এই ছবির চতুর্থ ভাগে রয়েছে এক বিশাল চমক। ছবিটিতে থাকবে দু'টো ভাগ। একটি ভাগ বর্তমান কালে শুট করা হবে আর অন্যভাগটি একেবারে বাহুবলী যুগের উপযোগী করে শুট করা হবে।

ছবিটি প্রসঙ্গে একজন টিম মেম্বার জানান, "বাজেটের সাপেক্ষে হাউজ়ফুল বলিউডের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজ়ি। বাহুবলীর যুগটি ফুটিয়ে তুলতে VFX-এর অনেক কাজ করা হচ্ছে এই ছবিতে। সেইসমস্ত অংশের শুটিং ইতিমধ্য়েই হয়ে গেছে।"

'সূর্যবংশী' ছবিতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। আর অন্যদিকে 'হাউজ়ফুল ৪'-এ রয়েছে অনসাম্বল কাস্ট, সেখানে অভিনয় করছেন কৃতি স্যানন, রীতেশ দেশমুখ, পূজা হেজ, ববি দেওল প্রমুখ।

মুম্বই : 'সূর্যবংশী'-র সঙ্গে তাল মিলিয়ে অক্ষয় 'হাউজ়ফুল ৪'-এর শুটিংও করছেন। সেই ছবির একটি গানের দৃশ্যে শুটিং হবে ২৮ ও ২৯ জুন। সেই কারণেই রোহিতের ছবি থেকে ব্রেক নিলেন অক্ষয়।

'হাউজ়ফুল' বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি। এই ছবির চতুর্থ ভাগে রয়েছে এক বিশাল চমক। ছবিটিতে থাকবে দু'টো ভাগ। একটি ভাগ বর্তমান কালে শুট করা হবে আর অন্যভাগটি একেবারে বাহুবলী যুগের উপযোগী করে শুট করা হবে।

ছবিটি প্রসঙ্গে একজন টিম মেম্বার জানান, "বাজেটের সাপেক্ষে হাউজ়ফুল বলিউডের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজ়ি। বাহুবলীর যুগটি ফুটিয়ে তুলতে VFX-এর অনেক কাজ করা হচ্ছে এই ছবিতে। সেইসমস্ত অংশের শুটিং ইতিমধ্য়েই হয়ে গেছে।"

'সূর্যবংশী' ছবিতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। আর অন্যদিকে 'হাউজ়ফুল ৪'-এ রয়েছে অনসাম্বল কাস্ট, সেখানে অভিনয় করছেন কৃতি স্যানন, রীতেশ দেশমুখ, পূজা হেজ, ববি দেওল প্রমুখ।

Intro:Body:

'সূর্যবংশী' থেকে ব্রেক নিলেন অক্ষয়, কেন?



রোহিত শেট্টি আর অক্ষয় কুমারের যুগলবন্দীতে তৈরি হচ্ছে 'সূর্যবংশী'। ছবিটি নিয়ে বেশ প্রত্যাশা রয়েছে দর্শকের মধ্যে। আর তার মাঝেই খবর এল যে, অক্ষয় ব্রেক নিয়েছেন ছবিটি থেকে। কী এমন হল?



মুম্বই : 'সূর্যবংশী'-র সঙ্গে তাল মিলিয়ে অক্ষয় 'হাউজ়ফুল ৪'-এর শুটিংও করছেন। সেই ছবির একটি গানের দৃশ্যে শুটিং হবে ২৮ ও ২৯ জুন। সেই কারণেই রোহিতের ছবি থেকে ব্রেক নিলেন অক্ষয়।



'হাউজ়ফুল' বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি। এই ছবির চতুর্থ ভাগে রয়েছে এক বিশাল চমক। ছবিটিতে থাকবে দু'টো ভাগ। একটি ভাগ বর্তমান কালে শুট করা হবে আর অন্যভাগটি একেবারে বাহুবলী যুগের উপযোগী করে শুট করা হবে।



ছবিটি প্রসঙ্গে একজন টিম মেম্বার জানান, "বাজেটের সাপেক্ষে হাউজ়ফুল বলিউডের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজ়ি। বাহুবলীর যুগটি ফুটিয়ে তুলতে VFX-এর অনেক কাজ করা হচ্ছে এই ছবিতে। সেইসমস্ত অংশের শুটিং ইতিমধ্য়েই হয়ে গেছে।"



'সূর্যবংশী' ছবিতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। আর অন্যদিকে 'হাউজ়ফুল ৪'-এর রয়েছে অনসাম্বল কাস্ট, সেখানে অভিনয় করছেন কৃতি স্যানন, রীতেশ দেশমুখ, পূজা হেজ, ববি দেওল প্রমুখ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.