ETV Bharat / sitara

পাঞ্জা লড়া থেকে নাচ, জম্মু-কাশ্মীরে জওয়ানদের সঙ্গে খিলাড়ি অক্ষয় - পৃথ্বীরাজ

১৭ জুন বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে বিএসএফ জওয়ানদের সঙ্গে সময় কাটালেন অক্ষয় কুমারের । সোশ্যাল মিডিয়ায় উঠে এল রিয়েল হিরোদের সঙ্গে রিল হিরোর একাধিক ছবি । দেশের আসল হিরোদের সঙ্গে কাটানো মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতাও ।

পাঞ্জা লড়া থেকে নাচ, জম্মু-কাশ্মীরে জওয়ানদের সঙ্গে খিলাড়ি অক্ষয়
পাঞ্জা লড়া থেকে নাচ, জম্মু-কাশ্মীরে জওয়ানদের সঙ্গে খিলাড়ি অক্ষয়
author img

By

Published : Jun 18, 2021, 10:27 AM IST

মুম্বই, 18 জুন : জওয়ানদের সঙ্গে আলাদা টান বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের । তাই সুযোগ পেলেই সীমান্তে তাঁদের সঙ্গে সময় কাটাতে যান তিনি । 17 জুন বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে 'রিল লাইফের হিরো' সাক্ষাৎ করলেন রিয়েল হিরোদের সঙ্গে । ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল । বিএসএফ এর তরফে অক্ষয়ের সঙ্গে কাটানো মুহূর্তের একাধিক ছবি শেয়ার করেন তাঁরা । পাশাপাশি খিলাড়ি নিজেও তাঁর ইন্সটাগ্রামে জওয়ানদের সঙ্গে একাধিক ছবি পোষ্ট ৷

দেশের আসল হিরোদের সঙ্গে শুধু সাক্ষাৎ নয় , তাঁদের সঙ্গে ভলিভল খেলা, পাঞ্জা লড়া, নাচ সবই সারলেন পর্দার হিরো । তাছাড়াও দেশের শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান বলিউডের খিলাড়ি । এই অভিজ্ঞতার কথা শেয়ার করে অক্ষয় কুমার তাঁর ইন্সটা হ্যান্ডেলে লেখেন, " একটি স্মরণীয় দিন কাটালাম বিএসএফ জওয়ানদের সঙ্গে । এখানে এসে তাঁদের সঙ্গে সময় কাটানো এক মূল্যবান মুহূর্ত । দেশের আসল হিরোদের জন্য জানাই শ্রদ্ধা ৷" কাশ্মীরে নিরু গ্রামে স্কুল বিল্ডিং এ কনস্ট্রাকশন এর জন্য ১ কোটি অনুদান করেন অভিনেতা । পাশাপাশি এখানে এসে নিজের অভিজ্ঞতার কথা নথিভুক্ত করেন তিনি ।

  • DG BSF Sh Rakesh Asthana paid floral tributes in a solemn wreath laying ceremony to Seema Praharis who made the supreme sacrifice in the line of duty. Actor Akshay Kumar also accompanied DG BSF & paid homage to the fallen braves. #JaiHind pic.twitter.com/4zu9BD1jLj

    — BSF (@BSF_India) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা "বেল বটম" ২৭ জুলাই মুক্তি পাওয়ার কথা । তাছাড়াও রোহিত শেট্টির "সূর্যবংশী"তে দেখা যাবে অভিনেতাকে । তালিকায় রয়েছে "পৃথ্বীরাজ", "আতরঙ্গি রে" ।

  • Akshay kumar visited remote village Neeru situated near LOC in Gurez of Bandipur district of kashmir Valley and Donated ₹1 crore for construction of school building at Neeru village in Tulail along the LOC pic.twitter.com/34bRRfiWAd

    — Megh Updates 🚨 (@MeghUpdates) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই, 18 জুন : জওয়ানদের সঙ্গে আলাদা টান বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের । তাই সুযোগ পেলেই সীমান্তে তাঁদের সঙ্গে সময় কাটাতে যান তিনি । 17 জুন বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে 'রিল লাইফের হিরো' সাক্ষাৎ করলেন রিয়েল হিরোদের সঙ্গে । ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল । বিএসএফ এর তরফে অক্ষয়ের সঙ্গে কাটানো মুহূর্তের একাধিক ছবি শেয়ার করেন তাঁরা । পাশাপাশি খিলাড়ি নিজেও তাঁর ইন্সটাগ্রামে জওয়ানদের সঙ্গে একাধিক ছবি পোষ্ট ৷

দেশের আসল হিরোদের সঙ্গে শুধু সাক্ষাৎ নয় , তাঁদের সঙ্গে ভলিভল খেলা, পাঞ্জা লড়া, নাচ সবই সারলেন পর্দার হিরো । তাছাড়াও দেশের শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান বলিউডের খিলাড়ি । এই অভিজ্ঞতার কথা শেয়ার করে অক্ষয় কুমার তাঁর ইন্সটা হ্যান্ডেলে লেখেন, " একটি স্মরণীয় দিন কাটালাম বিএসএফ জওয়ানদের সঙ্গে । এখানে এসে তাঁদের সঙ্গে সময় কাটানো এক মূল্যবান মুহূর্ত । দেশের আসল হিরোদের জন্য জানাই শ্রদ্ধা ৷" কাশ্মীরে নিরু গ্রামে স্কুল বিল্ডিং এ কনস্ট্রাকশন এর জন্য ১ কোটি অনুদান করেন অভিনেতা । পাশাপাশি এখানে এসে নিজের অভিজ্ঞতার কথা নথিভুক্ত করেন তিনি ।

  • DG BSF Sh Rakesh Asthana paid floral tributes in a solemn wreath laying ceremony to Seema Praharis who made the supreme sacrifice in the line of duty. Actor Akshay Kumar also accompanied DG BSF & paid homage to the fallen braves. #JaiHind pic.twitter.com/4zu9BD1jLj

    — BSF (@BSF_India) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা "বেল বটম" ২৭ জুলাই মুক্তি পাওয়ার কথা । তাছাড়াও রোহিত শেট্টির "সূর্যবংশী"তে দেখা যাবে অভিনেতাকে । তালিকায় রয়েছে "পৃথ্বীরাজ", "আতরঙ্গি রে" ।

  • Akshay kumar visited remote village Neeru situated near LOC in Gurez of Bandipur district of kashmir Valley and Donated ₹1 crore for construction of school building at Neeru village in Tulail along the LOC pic.twitter.com/34bRRfiWAd

    — Megh Updates 🚨 (@MeghUpdates) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.