মুম্বই : সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস । এই তালিকায় রয়েছেন বিশ্বের 100 জন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা । আর এই তালিকায় ভারত থেকে একমাত্র জায়গা করে নিয়েছেন অক্ষয় কুমার । তালিকায় তাঁর স্থান রয়েছে 52-তে ।
ফোর্বসের গত বছরের তালিকাতেও ভারত থেকে ছিলেন শুধুমাত্র অক্ষয়ই । যদিও গত বছর তালিকায় তাঁর স্থান ছিল 33 । আর এবছর তালিকায় 52-তে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা । এবছর তাঁর আয় 48.5 মিলিয়ন ডলার । তবে এই তালিকার 69 নম্বরে রয়েছে ইউল স্মিথ ও 99-তে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি ।
ফোর্বসের তরফে অক্ষয়কে বলিউডের সবথেকে রোজগেরে স্টারের তকমা দেওয়া হয়েছে । এ প্রসঙ্গে অক্ষয় বলেন, "আমি 1 কোটি টাকা আয় করতে চেয়েছিলাম । তবে আমি একজন মানুষ । তাই যখন আমি প্রথমটা তৈরি করেছিলাম, তখন ভেবেছিলাম কেন আমি 100 কোটি টাকা উপার্জন করতে পারি না । সত্যি কথা বলতে কি কেউ আমাকে থামায়নি ।"
গত বছর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দেন অক্ষয় । তার মধ্যে 'কেশরি', 'মিশন মঙ্গল', 'হাউজ়ফুল 4' ও 'গুড নিউজ়' অন্যতম । এছাড়াও এখন একাধিক ছবি রয়েছে অক্ষয়ের হাতে । তার মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে 'সূর্যবংশী' ও 'লক্ষ্মী বম'। আর শুটিং বাকি রয়েছে 'পৃথ্বীরাজ' ও 'আতরাঙ্গি রে'-র ।
ফোর্বসের 2020-র সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকাটি দেওয়া হল :
1. কাইলি জেনার (590 মিলিয়ন ডলার)
2. কেন ওয়েস্ট (170 মিলিয়ন ডলার)
3. রজার ফেডেরার (106.3 মিলিয়ন ডলার)
4. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (105 মিলিয়ন ডলার)
5. লিওনেল মেসি (104 মিলিয়ন ডলার)
6. টেলর পেরি (97 মিলিয়ন ডলার)
7. নেইমার (95 মিলিয়ন ডলার)
8. হওয়ার্ড স্টের্ন (90 মিলিয়ন ডলার)
9. লিব্রন জেমস (88.2 মিলিয়ন ডলার)
10. ডোয়েন জনসন (87 মিলিয়ন ডলার)