ETV Bharat / sitara

মুম্বইয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ অক্ষয় কুমারের

author img

By

Published : Dec 2, 2020, 10:58 AM IST

Updated : Dec 2, 2020, 11:31 AM IST

মঙ্গলবার সন্ধের দিকে মুম্বই পৌঁছান আদিত্যনাথ । আর এই সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ আজ সকালে বম্বে স্টক এক্সচেঞ্জে 200 কোটি টাকার লখনউ মিউনিসিপাল বন্ড ছাড়ার অনুষ্ঠানে যান তিনি । এদিকে গতকাল রাতে ত্রিডেন্ট হোটেলে তাঁর সঙ্গে দেখা করতে যান অক্ষয় কুমার সহ বলিউডের একাধিক তারকা ।

asd
asd

মুম্বই : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে গতকাল রাতে মুম্বইয়ের ত্রিডেন্ট হোটেলে দেখা করেন অক্ষয় কুমার । চলচ্চিত্র জগতের একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই ।

মঙ্গলবার সন্ধের দিকে বিমানে মুম্বই পৌঁছান আদিত্যনাথ । আর আজ সকালে বম্বে স্টক এক্সচেঞ্জে 200 কোটি টাকার লখনউ মিউনিসিপাল বন্ড ছাড়ার অনুষ্ঠানে যান তিনি । এদিকে গতকাল রাতে ত্রিডেন্ট হোটেলে তাঁর সঙ্গে দেখা করতে যান অক্ষয় কুমার সহ বলিউডের একাধিক তারকা ।

দেখুন ভিডিয়ো

একাধিক বিষয় নিয়ে অক্ষয়ের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে টুইট করে জানান আদিত্যনাথ । তিনি লেখেন, "মুম্বইয়ে ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারজির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে । চলচ্চিত্র জগতের একাধিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছি । নিজের কাজের প্রতি ওঁর জ্ঞান, একাগ্রতা যুব সমাজকে অনুপ্রেরণা দেবে ।"

  • आज मुंबई में भारतीय फिल्म जगत के लोकप्रिय अभिनेता श्री @akshaykumar जी से शिष्टाचार भेंट हुई।

    चलचित्र जगत के विभिन्न पहलुओं के संबंध में उनसे सार्थक विमर्श हुआ।

    अपने कार्य के प्रति उनकी समझ, लगन और रचनाधर्मिता युवाओं के लिए प्रेरणास्पद है। pic.twitter.com/O9kBEGy9mh

    — Yogi Adityanath (@myogiadityanath) December 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেপ্টেম্বরে উত্তরপ্রদেশে দেশের বৃহত্তম ফিল্ম সিটি তৈরির কথা ঘোষণা করেছিলেন আদিত্যনাথ । নয়ডা, গ্রেটার নয়ডা অথবা যমুনা এক্সপ্রেসওয় সংলগ্ন জায়গাতে এই ফিল্ম সিটি তৈরি করার জন্য জমি খোঁজার নির্দেশও দিয়েছেন তিনি । সূত্রের খবর, গতকাল অক্ষয়ের সঙ্গে আলোচনায় ফিল্ম সিটি সংক্রান্ত বিষয়ও উঠে আসে ।

asd
মুম্বইতে যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ অক্ষয় কুমারের

এছাড়া অক্ষয়ের পরবর্তী ছবি 'রাম সেতু'। ছবিটি পরিচালনা করবেন অভিষেক শর্মা । রাম সেতুর ইতিহাস তুলে ধরা হবে এই ছবিতে । রামায়ণ অনুসারে, সীতাকে উদ্ধার করার জন্য রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা পর্যন্ত বাঁদর সেনা এই সেতু তৈরি করেছিল । সূত্রের খবর, এই ছবির একাধিক বিষয়ও তাঁদের আলোচনায় উঠে এসেছে বলে জানা গিয়েছে ।

মুম্বই : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে গতকাল রাতে মুম্বইয়ের ত্রিডেন্ট হোটেলে দেখা করেন অক্ষয় কুমার । চলচ্চিত্র জগতের একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই ।

মঙ্গলবার সন্ধের দিকে বিমানে মুম্বই পৌঁছান আদিত্যনাথ । আর আজ সকালে বম্বে স্টক এক্সচেঞ্জে 200 কোটি টাকার লখনউ মিউনিসিপাল বন্ড ছাড়ার অনুষ্ঠানে যান তিনি । এদিকে গতকাল রাতে ত্রিডেন্ট হোটেলে তাঁর সঙ্গে দেখা করতে যান অক্ষয় কুমার সহ বলিউডের একাধিক তারকা ।

দেখুন ভিডিয়ো

একাধিক বিষয় নিয়ে অক্ষয়ের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে টুইট করে জানান আদিত্যনাথ । তিনি লেখেন, "মুম্বইয়ে ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারজির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে । চলচ্চিত্র জগতের একাধিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছি । নিজের কাজের প্রতি ওঁর জ্ঞান, একাগ্রতা যুব সমাজকে অনুপ্রেরণা দেবে ।"

  • आज मुंबई में भारतीय फिल्म जगत के लोकप्रिय अभिनेता श्री @akshaykumar जी से शिष्टाचार भेंट हुई।

    चलचित्र जगत के विभिन्न पहलुओं के संबंध में उनसे सार्थक विमर्श हुआ।

    अपने कार्य के प्रति उनकी समझ, लगन और रचनाधर्मिता युवाओं के लिए प्रेरणास्पद है। pic.twitter.com/O9kBEGy9mh

    — Yogi Adityanath (@myogiadityanath) December 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেপ্টেম্বরে উত্তরপ্রদেশে দেশের বৃহত্তম ফিল্ম সিটি তৈরির কথা ঘোষণা করেছিলেন আদিত্যনাথ । নয়ডা, গ্রেটার নয়ডা অথবা যমুনা এক্সপ্রেসওয় সংলগ্ন জায়গাতে এই ফিল্ম সিটি তৈরি করার জন্য জমি খোঁজার নির্দেশও দিয়েছেন তিনি । সূত্রের খবর, গতকাল অক্ষয়ের সঙ্গে আলোচনায় ফিল্ম সিটি সংক্রান্ত বিষয়ও উঠে আসে ।

asd
মুম্বইতে যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ অক্ষয় কুমারের

এছাড়া অক্ষয়ের পরবর্তী ছবি 'রাম সেতু'। ছবিটি পরিচালনা করবেন অভিষেক শর্মা । রাম সেতুর ইতিহাস তুলে ধরা হবে এই ছবিতে । রামায়ণ অনুসারে, সীতাকে উদ্ধার করার জন্য রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা পর্যন্ত বাঁদর সেনা এই সেতু তৈরি করেছিল । সূত্রের খবর, এই ছবির একাধিক বিষয়ও তাঁদের আলোচনায় উঠে এসেছে বলে জানা গিয়েছে ।

Last Updated : Dec 2, 2020, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.