ETV Bharat / sitara

গর্বিত জামাই অক্ষয়.. - অক্ষয় কুমারের খবর

শাশুড়ি ডিম্পল কপাড়িয়াকে নিয়ে গর্বিত জামাই অক্ষয় কুমার । সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সুপারস্টার ।

Akshay kumar bonding with Dimple kapadia
Akshay kumar bonding with Dimple kapadia
author img

By

Published : Dec 5, 2020, 3:20 PM IST

মুম্বই : ক্রিস্টোফার নোলানের ছবিতে অভিনয় করা মুখের কথা নয় । তাঁর ছবিতে একটা সুযোগ পাওয়া যে কোনও অভিনেতার স্বপ্ন । আর সেই স্বপ্নপূরণ হয়েছে ডিম্পল কপাড়িয়ার । নোলানের 'টেনেট' ছবিতে অভিনয় করেছেন তিনি ।

তবে সবথেকে দারুণ ব্যাপার হল, ডিম্পলের মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করে স্বয়ং ক্রিস্টোফারও মুগ্ধ । একটি ছোটো চিঠিতে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিখ্যাত পরিচালক । সেই দেখে রীতিমতো গর্বিত ডিম্পলের জামাই অক্ষয় কুমার ।

নোলানের পাঠানো চিঠির একটি ছবি শেয়ার করে অক্ষয় নিজের অনুভূতি প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায় । তবে শুধু এই চিঠি নয়, অক্ষয়ের গর্বের আরও এক কারণ রয়েছে । 'টেনেট'-এর শাশুড়ির অভিনয় দেখে একবারের জন্যও নড়তে পারেননি তিনি । এমন অভিনেত্রীর জামাই হতে পেরে ভীষণ ভালো লাগছে অক্ষয়ের ।

ডিম্পলকে নিজের মায়ের মতোই মনে করেন অক্ষয় । দেখে নিন এক অভিনেত্রী মায়ের প্রতি তাঁর অভিনেতা ছেলের শ্রদ্ধা আর ভালোবাসার নমুনা..

মুম্বই : ক্রিস্টোফার নোলানের ছবিতে অভিনয় করা মুখের কথা নয় । তাঁর ছবিতে একটা সুযোগ পাওয়া যে কোনও অভিনেতার স্বপ্ন । আর সেই স্বপ্নপূরণ হয়েছে ডিম্পল কপাড়িয়ার । নোলানের 'টেনেট' ছবিতে অভিনয় করেছেন তিনি ।

তবে সবথেকে দারুণ ব্যাপার হল, ডিম্পলের মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করে স্বয়ং ক্রিস্টোফারও মুগ্ধ । একটি ছোটো চিঠিতে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিখ্যাত পরিচালক । সেই দেখে রীতিমতো গর্বিত ডিম্পলের জামাই অক্ষয় কুমার ।

নোলানের পাঠানো চিঠির একটি ছবি শেয়ার করে অক্ষয় নিজের অনুভূতি প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায় । তবে শুধু এই চিঠি নয়, অক্ষয়ের গর্বের আরও এক কারণ রয়েছে । 'টেনেট'-এর শাশুড়ির অভিনয় দেখে একবারের জন্যও নড়তে পারেননি তিনি । এমন অভিনেত্রীর জামাই হতে পেরে ভীষণ ভালো লাগছে অক্ষয়ের ।

ডিম্পলকে নিজের মায়ের মতোই মনে করেন অক্ষয় । দেখে নিন এক অভিনেত্রী মায়ের প্রতি তাঁর অভিনেতা ছেলের শ্রদ্ধা আর ভালোবাসার নমুনা..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.