মুম্বই : কোরোনা পরিস্থিতির মধ্যে ডিজিটালে মুক্তি পেয়েছে 'গুলাবো সিতাবো'। আর এবার সেই রাস্তাতেই হাঁটতে চলছে বড় ব্যানারের বেশ কয়েকটি ছবি । আসলে কোরোনা পরিস্থিতির জেরে সিনেমা হল কবে খুলতে তা এখন পুরোপুরি অনিশ্চিত । সেই কারণেই এই ছবিগুলোকে ডিজিটালে রিলিজ় করতে চাইছেন নির্মাতারা । অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি 'লক্ষ্মী বম্ব' মুক্তি পাচ্ছে ডিজ়নি প্লাস হটস্টারে । শুধু তাই নয়, অজয় দেবগণের 'ভূজ: দা প্রাইড অফ ইন্ডিয়া', 'সড়ক 2', 'বিগ বুল' ও 'দিল বেচারা'-র মতো ছবিও মুক্তি পাচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে ।
দিল বেচারা : প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা' । সুশান্তের সঙ্গে এই ছবিতে রয়েছেন সঞ্জনা সাঙ্ঘি, স্বস্তিকা মুখার্জি ও শাশ্বত চ্যাটার্জি । 2014 সালের হলিউড ফিল্ম 'দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স'-এর হিন্দি রিমেক 'দিল বেচারা' । ছবিটি ডিজ়নি হটস্টারে 24 জুলাই মুক্তি পাবে ।
সড়ক 2 : মহেশ ভাট পরিচালিত 'সড়ক 2' আসলে একটি সিকুয়েল ফিল্ম । 1991 সালে পূজা ভাট ও সঞ্জয় দত্ত অভিনীত 'সড়ক'-কেই এই সময়ের পরিপ্রেক্ষিতে তৈরি করেছেন পরিচালক । যোগ করেছেন আলিয়া ভাট আর আদিত্য রয় কাপুরকে ।
লক্ষ্মী বম্ব : তামিল ছবি 'কাঞ্চনা’-র হিন্দি রিমেক 'লক্ষ্মী বম্ব' । রাঘব লরেন্সের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি । তিনি কাঞ্চনারও পরিচালক । একটি সাধারণ মানুষকে ঘিরে এগোয় ছবির গল্প যে প্রতিটা অলৌকিক ঘটনাকে ভয় পায় । তবে তাকেই এর সামনাসামনি দাঁড়াতে হয় কারণ তার শরীরে লক্ষ্মী ভর করে ।
ভূজ: দা প্রাইড অফ ইন্ডিয়া : স্কোয়াড্রন লিডার বিজয় কুমার কার্ণিকের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন । ছবির প্রেক্ষাপট 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধ । যেখানে উঠে আসবে তৎকালীন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিকের কথা । যুদ্ধের সময় গুজরাতে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বায়ুসেনার একটি ঘাঁটি উড়িয়ে দেয় পাকিস্তান । স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিক ভূজ সংলগ্ন গ্রাম থেকে স্থানীয়দের সাহায্য়ে সেই বিমান ঘাঁটি ফের তৈরি করেন । স্থানীয়দের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা । তারপর নিজেই হামলা চালান পাকিস্তানি সেনার উপর । যুদ্ধকালীন পরিস্থিতিতে কার্ণিকের এই পদক্ষেপ প্রশংসিত হয় ।
বিগ বুল : 'দা বিগ বুগ' ছবির প্রযোজক আনন্দ পণ্ডিত । এই ছবিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন । ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই ছবিও ।
খুদা হাফিজ় : এটি একটি রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার । পরিচালনায় ফারুক কবির । সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ছবিটি । মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিদ্যুৎ জামাল ও শিবালেকা ওবেরয় ।
লুটকেস : পরিচালক রাজেশ কৃষ্ণন পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন কুণাল খেমু, রাশিকা দুগ্গল ও গজরাজ রাও । টাকায় ভরতি একটি সুটকেসকে কেন্দ্র করেই তৈরি হয় ছবির গল্প । এই ছবিও মুক্তি পাবে ডিজ়নি প্লাস হটস্টারে ।