মুম্বই , 5 এপ্রিল : করোনায় আক্রান্ত হলেন আজাজ খান ৷ সম্প্রতি তাঁকে মাদক মামলায় গ্রেফতার করেছিল নার্কোটিক কন্ট্রোল ব্যুরো ৷ এনসিবির তরফ থেকে জানানো হয়েছিল, আজাজ বলিউড-সহ টেলিভিশন জগতের একাধিক তারকাদের কাছে ছিলেন একজন সক্রিয় মাদক সরবরাহকারী ৷
সেই আজাজ খান এখন করোনা পজিটিভ ৷ এনসিবি সূত্রে খবর, আজাজের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে ৷
তবে একটি কথা স্বীকার করতেই হচ্ছে বলিউডকে একেবারে নিজের কবলে করে নিয়েছে করোনা ৷ বলিউডের তাবড়-তাবড় অভিনেতা থেকে অভিনেত্রী, গায়ক থেকে গায়িকা যেভাবে করোনা পজি়টিভ হচ্ছে এসব দেখে শিক্ষা নেওয়া উচিত সাধারণ মানুষের ৷
বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ঢেউ করোনার প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ৷ অতএব, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে সাবধান হয়ে যাওয়াই শ্রেয় ৷