ETV Bharat / sitara

দুঃসংবাদ অজয়ের বাড়িতে - অজয় দেবগনের খবর

মাত্র 45 বছর বয়সে মারা গেলেন অজয় দেবগনের ভাই অনিল দেবগন । অজয় নিজেই তাঁর সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন খবরটি ।

Ajay Debgn brother passes away
Ajay Debgn brother passes away
author img

By

Published : Oct 6, 2020, 5:32 PM IST

মুম্বই : হঠাৎ করেই দুঃসংবাদ দেবগন পরিবারে । প্রয়াত অজয় দেবগনের ভাই অনিল দেবগন । পেশায় পরিচালক ছিলেন অনিল । বয়স হয়েছিল মাত্র 45 বছর । তবে মৃত্যু যে কারও বয়স দেখে আসে না, ফের একবার প্রমাণিত হল সেটাই ।

শোনা যাচ্ছে যে, হার্টঅ্যাটাক হয়েই মৃত্যু হয়েছে অনিলের । ছোটো থেকেই সৃষ্টিশীল ছিলেন তিনি । গল্প বলার মধ্যে অদ্ভুত এক আনন্দ খুঁজে পেতেন । সঙ্গে ছিলেন এক সংগীতপ্রেমী । তবলা শিখেছিলেন মন দিয়ে । শিখেছিলেন মার্শাল আর্টও । বোঝাই যাচ্ছে, ছোটো থেকে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন অনিল ।

অজয়ের দু'টি ফিল্ম 'রাজু চাচা' ও 'ব্ল্যাকমেল'-এর পরিচালক ছিলেন অনিল । এছাড়াও তাঁর ফিল্মোগ্রাফিতে জায়গা করে নিয়েছে 'ইতিহাস' বা 'হাল-এ-দিল'-এর মতো ছবি । 'সন অফ সর্দার' ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন অনিল ।

ভাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ অজয় টুইটারে লিখেছেন, "আমি আমার ভাই অনিল দেবগনকে হারিয়েছি গত রাতে । ওঁর এই আকস্মিক ও অকালপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ।" এই প্য়ানডেমিকের কারণে কোনও স্মরণসভা হবে না অনিলের । তাই সবাইকে বাড়িতে থেকেই প্রার্থনা করার আর্জি জানিয়েছেন অজয় ।

দেখে নিন তাঁর টুইট...

  • I lost my brother Anil Devgan last night. His untimely demise has left our family heartbroken. ADFF & I will miss his presence dearly. Pray for his soul. Due to the pandemic, we will not have a personal prayer meet🙏 pic.twitter.com/9tti0GX25S

    — Ajay Devgn (@ajaydevgn) October 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : হঠাৎ করেই দুঃসংবাদ দেবগন পরিবারে । প্রয়াত অজয় দেবগনের ভাই অনিল দেবগন । পেশায় পরিচালক ছিলেন অনিল । বয়স হয়েছিল মাত্র 45 বছর । তবে মৃত্যু যে কারও বয়স দেখে আসে না, ফের একবার প্রমাণিত হল সেটাই ।

শোনা যাচ্ছে যে, হার্টঅ্যাটাক হয়েই মৃত্যু হয়েছে অনিলের । ছোটো থেকেই সৃষ্টিশীল ছিলেন তিনি । গল্প বলার মধ্যে অদ্ভুত এক আনন্দ খুঁজে পেতেন । সঙ্গে ছিলেন এক সংগীতপ্রেমী । তবলা শিখেছিলেন মন দিয়ে । শিখেছিলেন মার্শাল আর্টও । বোঝাই যাচ্ছে, ছোটো থেকে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন অনিল ।

অজয়ের দু'টি ফিল্ম 'রাজু চাচা' ও 'ব্ল্যাকমেল'-এর পরিচালক ছিলেন অনিল । এছাড়াও তাঁর ফিল্মোগ্রাফিতে জায়গা করে নিয়েছে 'ইতিহাস' বা 'হাল-এ-দিল'-এর মতো ছবি । 'সন অফ সর্দার' ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন অনিল ।

ভাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ অজয় টুইটারে লিখেছেন, "আমি আমার ভাই অনিল দেবগনকে হারিয়েছি গত রাতে । ওঁর এই আকস্মিক ও অকালপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ।" এই প্য়ানডেমিকের কারণে কোনও স্মরণসভা হবে না অনিলের । তাই সবাইকে বাড়িতে থেকেই প্রার্থনা করার আর্জি জানিয়েছেন অজয় ।

দেখে নিন তাঁর টুইট...

  • I lost my brother Anil Devgan last night. His untimely demise has left our family heartbroken. ADFF & I will miss his presence dearly. Pray for his soul. Due to the pandemic, we will not have a personal prayer meet🙏 pic.twitter.com/9tti0GX25S

    — Ajay Devgn (@ajaydevgn) October 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.