ETV Bharat / sitara

মুম্বইয়ের ধারাভি বস্তিতে অনুদান দেওয়ার আর্জি অজয়ের - অজয় দেবগন ধারাভি বস্তি

মুম্বইয়ের ধারাভি বস্তির মানুষগুলোকে একটু সাহায্যের জন্য আবেদন জানালেন অজয় দেবগন । তিনি ও কাজল ওই এলাকার 700 পরিবারের দায়িত্ব নিয়েছেন ।

Ajay debgn dharavi
Ajay debgn dharavi
author img

By

Published : May 27, 2020, 9:51 PM IST

মুম্বই : এশিয়ার সবচেয়ে বড় বস্তি মুম্বইতে অবস্থিত । ধারাভি বস্তির নাম জানেন না এমন মানুষ পাওয়া যাবে না । আর এই বস্তিই এখন কোরোনা সংক্রমণের এপিসেন্টার হয়ে দাঁড়িয়েছে । প্রতিদিন একাধিক কোভিড-19 পজ়িটিভ পেশেন্ট বেরোচ্ছে এই এলাকা থেকে । তাই এই বস্তিকে সাহায্য করার আর্জি জানালেন অজয় ।

অভিনেতা একটি টুইট করেছেন সোশাল মিডিয়ায় । সেখানে তিনি জানিয়েছেন যে, "ধারাভি এখন কোভিড 19 ছড়ানোর এপিসেন্টার হয়ে দাঁড়িয়েছে । MCGM-এর সমর্থনে বহু নাগরিক এখানে কাজ করছেন দিনরাত, NGO-রা সাহায্য় করছে এখানকার মানুষদের রেশন আর হাইজিন কিট দেওয়ার জন্য । আমরা ADFF-এর সাহায্যে 700 পরিবারকে সাহায্য করছি । আপনাদেরও সাহায্য করার আর্জি জানালাম ।"

দেখে নিন অজয়ের টুইট...

  • Dharavi is at the epicentre of the Covid19 outbreak.Many citizens supported by MCGM are working tirelessly on ground through NGOs to provide the needy with ration & hygiene kits. We at ADFF are helping 700 families.I urge you to also donatehttps://t.co/t4YVrIHg3M#MissionDharavi

    — Ajay Devgn (@ajaydevgn) May 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রথমবার নয়, অজয় এর আগেও কোরোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন । ত্রাণ তহবিলে দান করেছেন । পাশে থেকেছেন স্ত্রী অভিনেত্রী কাজলও ।

মুম্বই : এশিয়ার সবচেয়ে বড় বস্তি মুম্বইতে অবস্থিত । ধারাভি বস্তির নাম জানেন না এমন মানুষ পাওয়া যাবে না । আর এই বস্তিই এখন কোরোনা সংক্রমণের এপিসেন্টার হয়ে দাঁড়িয়েছে । প্রতিদিন একাধিক কোভিড-19 পজ়িটিভ পেশেন্ট বেরোচ্ছে এই এলাকা থেকে । তাই এই বস্তিকে সাহায্য করার আর্জি জানালেন অজয় ।

অভিনেতা একটি টুইট করেছেন সোশাল মিডিয়ায় । সেখানে তিনি জানিয়েছেন যে, "ধারাভি এখন কোভিড 19 ছড়ানোর এপিসেন্টার হয়ে দাঁড়িয়েছে । MCGM-এর সমর্থনে বহু নাগরিক এখানে কাজ করছেন দিনরাত, NGO-রা সাহায্য় করছে এখানকার মানুষদের রেশন আর হাইজিন কিট দেওয়ার জন্য । আমরা ADFF-এর সাহায্যে 700 পরিবারকে সাহায্য করছি । আপনাদেরও সাহায্য করার আর্জি জানালাম ।"

দেখে নিন অজয়ের টুইট...

  • Dharavi is at the epicentre of the Covid19 outbreak.Many citizens supported by MCGM are working tirelessly on ground through NGOs to provide the needy with ration & hygiene kits. We at ADFF are helping 700 families.I urge you to also donatehttps://t.co/t4YVrIHg3M#MissionDharavi

    — Ajay Devgn (@ajaydevgn) May 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রথমবার নয়, অজয় এর আগেও কোরোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন । ত্রাণ তহবিলে দান করেছেন । পাশে থেকেছেন স্ত্রী অভিনেত্রী কাজলও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.