ETV Bharat / sitara

অজয়ের পরিচালনায় অমিতাভ ? - অজয় দেবগনের খবর

হ্যাঁ, ঠিকই পড়েছেন । অভিনেতা অজয়ের পরিচালনায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন । 'মেডে' নামক এক ছবিতে অমিতাভ অভিনয় করবেন অজয়ের পরিচালনায় । ছবিটিতে অজয় নিজেও অভিনয় করবেন এক পাইলটের ভূমিকায় ।

amitabh bachchan under ajay debgn directionamitabh bachchan under ajay debgn direction
amitabh bachchan under ajay debgn direction
author img

By

Published : Nov 7, 2020, 3:34 PM IST

মুম্বই : অজয় দেবগনের পরিচালনায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন । ছবির নাম 'মেডে' । ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ অফিশিয়ালি খবরটি জানিয়েছেন ।

তরণ লিখেছেন, "বড় খবর, অজয় দেবগনের পরিচালনায় অমিতাভ বচ্চন । 'মেডে' নামক সেই হিউম্যান ড্রামা ছবিতে অজয়কে দেখা যাবে পাইলটের চরিত্রে ।"

অর্থাৎ অভিনয়ের সঙ্গে পরিচালনাও করবেন অজয় । দিওয়ালির আগে এটা অবশ্যই একটি বড় খবর । প্রথমত পরিচালনায় অজয়, দ্বিতীয়ত তিনি পরিচালিত করবেন অমিতাভকে । এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ !

তবে ছবির পুরো কাস্ট এখনও নির্ধারিত হয়নি । আসন্ন ডিসেম্বর মাসে হায়দরাবাদে শুরু হবে শুটিং ।

মুম্বই : অজয় দেবগনের পরিচালনায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন । ছবির নাম 'মেডে' । ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ অফিশিয়ালি খবরটি জানিয়েছেন ।

তরণ লিখেছেন, "বড় খবর, অজয় দেবগনের পরিচালনায় অমিতাভ বচ্চন । 'মেডে' নামক সেই হিউম্যান ড্রামা ছবিতে অজয়কে দেখা যাবে পাইলটের চরিত্রে ।"

অর্থাৎ অভিনয়ের সঙ্গে পরিচালনাও করবেন অজয় । দিওয়ালির আগে এটা অবশ্যই একটি বড় খবর । প্রথমত পরিচালনায় অজয়, দ্বিতীয়ত তিনি পরিচালিত করবেন অমিতাভকে । এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ !

তবে ছবির পুরো কাস্ট এখনও নির্ধারিত হয়নি । আসন্ন ডিসেম্বর মাসে হায়দরাবাদে শুরু হবে শুটিং ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.