ETV Bharat / sitara

পিকে ব্যানার্জির মৃত্যুতে শোকপ্রকাশ অজয় দেবগনের - ময়দান

'ময়দান' ছবিটি করার সময় কলকাতায় পিকে ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন অজয় দেবগন । আজ পিকে ব্যানার্জির মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ করেন তিনি ।

xcv
xcv
author img

By

Published : Mar 20, 2020, 10:01 PM IST

মুম্বই : প্রয়াত কিংবদন্তি ফুটবলার প্রদীপকুমার ব্যানার্জি । বয়স হয়েছিল 83 বছর । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা অজয় দেবগন ।

টুইটারে শোকপ্রকাশ করে তিনি লেখেন, "পিকে ব্যানার্জির মতো মানুষের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে আমার । 'ময়দান' সিনেমার শুটিংয়ের সময় গতবছর নভেম্বরে তাঁর সঙ্গে দেখা হয় । তাঁর মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে ।" 'ময়দান' ছবিতে কিংবদন্তী ফুটবলার সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন । 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল টিমের কোচ ও ম্যানেজারও ছিলেন তিনি । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কীর্তি সুরেশ, গজরাজ রাও ও বোমান ইরানিকে ।

  • Had the good fortune of meeting football legend PK Banerjee in Kolkata during the Maidaan schedule in November. Sad to hear about his demise. RIP, the man with the golden kick #PKBanerjee. pic.twitter.com/ckqszWD9Og

    — Ajay Devgn (@ajaydevgn) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত একমাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় কাবু ছিলেন প্রদীপকুমার । ঠান্ডা লাগার কারণে বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন । মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফের অসুস্থ হয়ে পড়েন । 28 ফেব্রুয়ারি তাঁকে পুনরায় ভরতি করতে হয় হাসপাতালে, তখন থেকেই ICU-তে ছিলেন । কয়েকদিন আগেই কোমায় চলে যান তিনি । আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

মাত্র 15 বছর বয়সে বিহারের হয়ে সন্তোষ ট্রফিতে খেলতে এসে প্রথম নজরে পড়েন প্রদীপকুমার । 1954 সালে এরিয়ানের জার্সিতে কলকাতা ময়দানে প্রথম খেলতে নামেন । প্রথম বছর থেকেই নজর কাড়া ফুটবল স্কিলে বুঝিয়ে দেন তিনি লম্বা রেসের ঘোড়া । দেশের জার্সিতে কেবল 84টি ম্যাচই খেলেননি, ভারতীয় ফুটবলের কোহিনুর হয়ে আলো ছড়িয়েছেন তিনি । তাঁর ঝুলিতে রয়েছে 65টি গোল । তবে শেষ নিশ্বাস ত্যাগ করলেও ভারতীয় ফুটবলের অনেক তারার মাঝে ধ্রুবতারা হিসেবে আজীবন উজ্বল হয়ে থাকবেন প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় ।

মুম্বই : প্রয়াত কিংবদন্তি ফুটবলার প্রদীপকুমার ব্যানার্জি । বয়স হয়েছিল 83 বছর । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা অজয় দেবগন ।

টুইটারে শোকপ্রকাশ করে তিনি লেখেন, "পিকে ব্যানার্জির মতো মানুষের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে আমার । 'ময়দান' সিনেমার শুটিংয়ের সময় গতবছর নভেম্বরে তাঁর সঙ্গে দেখা হয় । তাঁর মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে ।" 'ময়দান' ছবিতে কিংবদন্তী ফুটবলার সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন । 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল টিমের কোচ ও ম্যানেজারও ছিলেন তিনি । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কীর্তি সুরেশ, গজরাজ রাও ও বোমান ইরানিকে ।

  • Had the good fortune of meeting football legend PK Banerjee in Kolkata during the Maidaan schedule in November. Sad to hear about his demise. RIP, the man with the golden kick #PKBanerjee. pic.twitter.com/ckqszWD9Og

    — Ajay Devgn (@ajaydevgn) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত একমাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় কাবু ছিলেন প্রদীপকুমার । ঠান্ডা লাগার কারণে বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন । মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফের অসুস্থ হয়ে পড়েন । 28 ফেব্রুয়ারি তাঁকে পুনরায় ভরতি করতে হয় হাসপাতালে, তখন থেকেই ICU-তে ছিলেন । কয়েকদিন আগেই কোমায় চলে যান তিনি । আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

মাত্র 15 বছর বয়সে বিহারের হয়ে সন্তোষ ট্রফিতে খেলতে এসে প্রথম নজরে পড়েন প্রদীপকুমার । 1954 সালে এরিয়ানের জার্সিতে কলকাতা ময়দানে প্রথম খেলতে নামেন । প্রথম বছর থেকেই নজর কাড়া ফুটবল স্কিলে বুঝিয়ে দেন তিনি লম্বা রেসের ঘোড়া । দেশের জার্সিতে কেবল 84টি ম্যাচই খেলেননি, ভারতীয় ফুটবলের কোহিনুর হয়ে আলো ছড়িয়েছেন তিনি । তাঁর ঝুলিতে রয়েছে 65টি গোল । তবে শেষ নিশ্বাস ত্যাগ করলেও ভারতীয় ফুটবলের অনেক তারার মাঝে ধ্রুবতারা হিসেবে আজীবন উজ্বল হয়ে থাকবেন প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.