ETV Bharat / sitara

'মিস ইউ', কাকে বললেন অভিষেক ? - ঐশ্বরিয়া বচ্চনের খবর

আজ ঐশ্বরিয়া রাইয়ের বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী । দিনটি কোনওবারই ভোলেন না অভিষেক বচ্চন । ঐশ্বরিয়া তো বটেই, সঙ্গে অভিষেকও এই দিনে 'ড্যাড'-কে মনে করেন ।

Aishwarya Rai social media latest post
Aishwarya Rai social media latest post
author img

By

Published : Nov 21, 2020, 3:23 PM IST

মুম্বই : ঐশ্বরিয়া রাই বচ্চন তাঁর বাবা কৃষ্ণরাজ রাইয়ের খুব কাছের ছিলেন । বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন যে, তাঁর বাবা কীভাবে সারা জীবন সমর্থন করে গেছেন তাঁকে । আজ কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী । সোশাল মিডিয়ার মাধ্যমে বাবাকে মনে করলেন ঐশ্বরিয়া ।

তবে একা ঐশ্বরিয়া নয়, আজকের দিন মন ভার অভিষেকেরও । সম্পর্কে শ্বশুর হলেও কৃষ্ণরাজকে 'বাবা' বলেই সম্বোধন করেন তিনি । আর বাবা সঙ্গে না থাকলে তো ছেলের মন খারাপ হবেই ।

অভিষেক লিখেছেন, "হ্যাপি বার্থডে ড্যাড । মিস ইউ.." নিচে রইল অভিষেকের পোস্ট...

ঐশ্বরিয়াও একগুচ্ছ ইমোজি দিয়ে বাবাকে জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন । লিখেছেন, "হ্যাপি বার্থ ডে ড্যাডি..আমাদের সর্বকালের সেরা গার্ডিয়ান এঞ্জেল । চিরদিন তোমায় একইভাবে ভালোবেসে যাব ।"

কৃষ্ণরাজের এক হাসিমুখে তোলা ছবি শেয়ার করেছেন ঐশ্বরিয়া । দেখে নিন...

মুম্বই : ঐশ্বরিয়া রাই বচ্চন তাঁর বাবা কৃষ্ণরাজ রাইয়ের খুব কাছের ছিলেন । বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন যে, তাঁর বাবা কীভাবে সারা জীবন সমর্থন করে গেছেন তাঁকে । আজ কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী । সোশাল মিডিয়ার মাধ্যমে বাবাকে মনে করলেন ঐশ্বরিয়া ।

তবে একা ঐশ্বরিয়া নয়, আজকের দিন মন ভার অভিষেকেরও । সম্পর্কে শ্বশুর হলেও কৃষ্ণরাজকে 'বাবা' বলেই সম্বোধন করেন তিনি । আর বাবা সঙ্গে না থাকলে তো ছেলের মন খারাপ হবেই ।

অভিষেক লিখেছেন, "হ্যাপি বার্থডে ড্যাড । মিস ইউ.." নিচে রইল অভিষেকের পোস্ট...

ঐশ্বরিয়াও একগুচ্ছ ইমোজি দিয়ে বাবাকে জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন । লিখেছেন, "হ্যাপি বার্থ ডে ড্যাডি..আমাদের সর্বকালের সেরা গার্ডিয়ান এঞ্জেল । চিরদিন তোমায় একইভাবে ভালোবেসে যাব ।"

কৃষ্ণরাজের এক হাসিমুখে তোলা ছবি শেয়ার করেছেন ঐশ্বরিয়া । দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.