ETV Bharat / sitara

কোরোনা বিধি না মানার অভিযোগে এফআইআর দায়ের আরবাজ়-সোহেলের বিরুদ্ধে - Arbaaz and Sohail Khan undergo RT PCR test again

গত মাসে দুবাই থেকে দেশে ফিরেছিলেন আরবাজ়, সোহেল ও নির্বাণ । অভিযোগ, কোয়ারানটিনে থাকার পরিবর্তে সোজা বাড়ি চলে গিয়েছিলেন তাঁরা । এরপরই তাঁদের বিরুদ্ধে খার থানায় এফআইআর দায়ের করেন বিএমসির চিকিৎসক সঞ্জয় ফানদে ।

োে্
োে্
author img

By

Published : Jan 5, 2021, 5:29 PM IST

Updated : Jan 5, 2021, 8:00 PM IST

মুম্বই : কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে এফআইআর দায়ের করা হল আরবাজ় খান, সোহেল খান ও সোহেল পুত্র নির্বাণের বিরুদ্ধে । দুবাই থেকে দেশে ফেরার পর কোয়ারানটিনে না থেকে বাড়ি চলে গিয়েছিলেন তাঁরা । আর সেই অভিযোগেই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) এক চিকিৎসক । এই মুহূর্তে শহরের একটি পাঁচতারা হোটেলে কোয়ারানটিনে রয়েছেন তাঁরা ।

গত মাসে দুবাই থেকে দেশে ফিরেছিলেন আরবাজ়, সোহেল ও নির্বাণ । অভিযোগ, কোয়ারানটিনে থাকার পরিবর্তে সোজা বাড়ি চলে গিয়েছিলেন তাঁরা । এরপরই তাঁদের বিরুদ্ধে মুম্বইয়ের খার থানায় এফআইআর দায়ের করেন বিএমসির চিকিৎসক সঞ্জয় ফানদে ।

অভিযোগ পত্রে তিনি জানান, 25 ডিসেম্বর আরবাজ় ও সোহেল দুবাই থেকে দেশে ফিরেছিলেন । আর নির্বাণ ফিরেছিলেন 30 ডিসেম্বর । নিয়ম অনুযায়ী তাঁদের সাতদিন কোয়ারানটিনে থাকার কথা ছিল । কিন্তু, সেই নিয়ম না মেনে সোজা বাড়ি চলে যান তাঁরা ।

আর এই খবরের সত্যতা যাচাই করতে বিএমসির কয়েকজন আধিকারিককে নিয়ে সোজা দুই তারকার বাড়িতে হাজির হয়েছিলেন ফানদে । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি সোহেলের বাড়িতে গিয়েছিলাম । তাঁদের কোয়ারানটিনে রাখার জন্য যে হোটেল বুক করে রাখা হয়েছিল সেকথা জানাই । তখন তিনি আমাকে জানিয়েছিলেন, 'ফেরার পর তিনি কোরোনা পরীক্ষা করিয়েছিলেন । রিপোর্ট নেগেটিভ আসায় বাড়ি চলে যান ।' কিন্তু, নিয়ম অনুসারে কোনও যাত্রীর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরও সাতদিন তাঁকে কোয়ারানটিনে থাকতে হয় । আর সেই নিয়ম না মেনেই কীভাবে তাঁরা বাড়ি চলে গিয়েছিলেন সেটা জানি না ।"

এরপরই কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে খার থানায় এফআইআর দায়ের করেন সঞ্জয় ফানদে । এই মুহূর্তে শহরের একটি পাঁচতারা হোটেলে কোয়ারানটিনে রয়েছেন আরবাজ়, সোহেল ও নির্বাণ । আগামী সাতদিন সেখানেই থাকবেন তাঁরা । তারপর তাঁদের আরটি-পিসিআর পরীক্ষা হবে । সেই রিপোর্ট নেগেটিভ এলে তখনই বাড়ি ফিরতে পারবেন তাঁরা । পাশাপাশি কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মেনে কীভাবে তাঁরা বাড়ি গেলেন, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে বিএমসির তরফে জানানো হয়েছে ।

মুম্বই : কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে এফআইআর দায়ের করা হল আরবাজ় খান, সোহেল খান ও সোহেল পুত্র নির্বাণের বিরুদ্ধে । দুবাই থেকে দেশে ফেরার পর কোয়ারানটিনে না থেকে বাড়ি চলে গিয়েছিলেন তাঁরা । আর সেই অভিযোগেই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) এক চিকিৎসক । এই মুহূর্তে শহরের একটি পাঁচতারা হোটেলে কোয়ারানটিনে রয়েছেন তাঁরা ।

গত মাসে দুবাই থেকে দেশে ফিরেছিলেন আরবাজ়, সোহেল ও নির্বাণ । অভিযোগ, কোয়ারানটিনে থাকার পরিবর্তে সোজা বাড়ি চলে গিয়েছিলেন তাঁরা । এরপরই তাঁদের বিরুদ্ধে মুম্বইয়ের খার থানায় এফআইআর দায়ের করেন বিএমসির চিকিৎসক সঞ্জয় ফানদে ।

অভিযোগ পত্রে তিনি জানান, 25 ডিসেম্বর আরবাজ় ও সোহেল দুবাই থেকে দেশে ফিরেছিলেন । আর নির্বাণ ফিরেছিলেন 30 ডিসেম্বর । নিয়ম অনুযায়ী তাঁদের সাতদিন কোয়ারানটিনে থাকার কথা ছিল । কিন্তু, সেই নিয়ম না মেনে সোজা বাড়ি চলে যান তাঁরা ।

আর এই খবরের সত্যতা যাচাই করতে বিএমসির কয়েকজন আধিকারিককে নিয়ে সোজা দুই তারকার বাড়িতে হাজির হয়েছিলেন ফানদে । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি সোহেলের বাড়িতে গিয়েছিলাম । তাঁদের কোয়ারানটিনে রাখার জন্য যে হোটেল বুক করে রাখা হয়েছিল সেকথা জানাই । তখন তিনি আমাকে জানিয়েছিলেন, 'ফেরার পর তিনি কোরোনা পরীক্ষা করিয়েছিলেন । রিপোর্ট নেগেটিভ আসায় বাড়ি চলে যান ।' কিন্তু, নিয়ম অনুসারে কোনও যাত্রীর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরও সাতদিন তাঁকে কোয়ারানটিনে থাকতে হয় । আর সেই নিয়ম না মেনেই কীভাবে তাঁরা বাড়ি চলে গিয়েছিলেন সেটা জানি না ।"

এরপরই কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে খার থানায় এফআইআর দায়ের করেন সঞ্জয় ফানদে । এই মুহূর্তে শহরের একটি পাঁচতারা হোটেলে কোয়ারানটিনে রয়েছেন আরবাজ়, সোহেল ও নির্বাণ । আগামী সাতদিন সেখানেই থাকবেন তাঁরা । তারপর তাঁদের আরটি-পিসিআর পরীক্ষা হবে । সেই রিপোর্ট নেগেটিভ এলে তখনই বাড়ি ফিরতে পারবেন তাঁরা । পাশাপাশি কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মেনে কীভাবে তাঁরা বাড়ি গেলেন, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে বিএমসির তরফে জানানো হয়েছে ।

Last Updated : Jan 5, 2021, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.