হায়দরাবাদ , 5 এপ্রিল : বলিউড সুপারস্টার অক্ষয় কুমার করোনা পজিটিভ হওয়ার পরই তাঁর ছবি রাম সেতু শুটিং ফ্লোরে থাকা জুনিয়র আর্টিস্ট ও অন্যান্যে কলা-কুশলীদের করোনা পরীক্ষা করা হয় ৷ যাঁদের মধ্যে 45 জনের রিপোর্ট এসেছে পজিটিভ ৷
100 জনের একটি দল নিয়ে মাধ দ্বীপে চলছিল রাম সেতু ছবির শুটিং৷ তাঁদের সকলের করোনা পরীক্ষা করা হলে 45 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এরপরই ছবিটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷
নিয়ম মেনে এই 45 জনকে নিজেদের বাড়িতেই কোয়ারেন্টাইন থাকতে বলা হয়েছে ৷
-
The journey of making one of the most special films for me begins today. #RamSetu shooting begins! Playing an archaeologist in the film. Would love to hear your thoughts on the look? It always matters to me🙏🏻 @Asli_Jacqueline@Nushrratt@Abundantia_Ent@LycaProductions pic.twitter.com/beI6p0hO0I
— Akshay Kumar (@akshaykumar) March 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The journey of making one of the most special films for me begins today. #RamSetu shooting begins! Playing an archaeologist in the film. Would love to hear your thoughts on the look? It always matters to me🙏🏻 @Asli_Jacqueline@Nushrratt@Abundantia_Ent@LycaProductions pic.twitter.com/beI6p0hO0I
— Akshay Kumar (@akshaykumar) March 30, 2021The journey of making one of the most special films for me begins today. #RamSetu shooting begins! Playing an archaeologist in the film. Would love to hear your thoughts on the look? It always matters to me🙏🏻 @Asli_Jacqueline@Nushrratt@Abundantia_Ent@LycaProductions pic.twitter.com/beI6p0hO0I
— Akshay Kumar (@akshaykumar) March 30, 2021
গতকাল অভিনেতা অক্ষয় কুমার করোনা পজিটিভ হওয়ার খবর তিনি নিজেই টুইটারে জানিয়ে ছিলেন ৷ একই সঙ্গে অভিনেতা বলেছিলেন, ‘'আমি সকলকে জানাতে চাই যে, সকালে আমার করোনা পরীক্ষা করা হয় ৷ আমার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সমস্ত নিয়ম মেনে আমি আইসোলেটেড করে নিয়েছি নিজেকে ৷ আমি এখন ঘরেই চিকিৎসাধীন রয়েছি ৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের আমি করোনা পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি ৷...'’
-
what a prestigious start to this epic journey of #RamSetu right from the land of Ayodhya 🙏@akshaykumar @Asli_Jacqueline @Nushrratt @Abundantia_Ent@LycaProductions @vikramix @ShikhaaSharma03#AbhishekSharma #DrChandraprakashDwivedi#CapeOfGoodFilms pic.twitter.com/Z167QKJLZ3
— amazon prime video IN (@PrimeVideoIN) March 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">what a prestigious start to this epic journey of #RamSetu right from the land of Ayodhya 🙏@akshaykumar @Asli_Jacqueline @Nushrratt @Abundantia_Ent@LycaProductions @vikramix @ShikhaaSharma03#AbhishekSharma #DrChandraprakashDwivedi#CapeOfGoodFilms pic.twitter.com/Z167QKJLZ3
— amazon prime video IN (@PrimeVideoIN) March 19, 2021what a prestigious start to this epic journey of #RamSetu right from the land of Ayodhya 🙏@akshaykumar @Asli_Jacqueline @Nushrratt @Abundantia_Ent@LycaProductions @vikramix @ShikhaaSharma03#AbhishekSharma #DrChandraprakashDwivedi#CapeOfGoodFilms pic.twitter.com/Z167QKJLZ3
— amazon prime video IN (@PrimeVideoIN) March 19, 2021
উল্লেখ্য, 30 মার্চ ডান্স দিওয়ানে রিয়্যালিটি শো টির ইউনিটের 18 জন ইতিমধ্যেই করোনা পজিটিভ ৷