ETV Bharat / sitara

11 ঘণ্টা জেরা অনুরাগকে, বাজেয়াপ্ত ল্য়াপটপ-মোবাইল - মোবাইল

টানা 11 ঘণ্টা অনুরাগ কাশ্য়পকে জেরা করলেন আয়কর বিভাগের আধিকারিকরা ৷ তারপর বেরলেন পরিচালকের বাড়ি থেকে ৷ বাজেয়াপ্ত করা হল পরিচালকের মোবাইল, ল্য়াপটপ ও ব্য়াঙ্কের নথি ৷

After 11 hours of interrogation, Income Tax officials left Anurag Kashyap's house and seized his laptop.
11 ঘণ্টা জেরা অনুরাগকে, বাজেয়াপ্ত ল্য়াপটপ, মোবাইল
author img

By

Published : Mar 4, 2021, 2:14 PM IST

মুম্বই, 4 মার্চ : টানা 11 ঘণ্টা জেরা ৷ বলিউড পরিচালক অনুরাগ কাশ্য়পের ল্য়াপটপ, মোবাইল ও ব্যাঙ্ক অ্য়াকাউন্টের নথি বাজেয়াপ্ত করলেন আয়কর বিভাগের প্রতিনিধিরা ৷ পরিচালককে 11 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁর বাড়ি থেকে বেরলেন তাঁরা ৷

আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে বুধবারই অনুরাগের বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ ৷ চলে তল্লাশি ৷ তল্লাশি চালানো হয় তাঁর অফিসেও ৷ সূত্রের খবর, অনুরাগের প্রোডাকশন হাউস ফ্য়ান্টম ফিল্ম নিয়ে তাঁকে জেরা করেন আয়কর বিভাগের আধিকারিকরা ৷ খতিয়ে দেখেন ব্য়বসা সংক্রান্ত বহু ৷

এদিকে, অভিনেত্রী তাপসী পান্নুর বাড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা অভিযান চালান বুধবার ৷ সূত্রে খবর, তল্লাশিতে বেশ কিছু নথি হাতে পেয়েছেন তাঁরা ৷ যা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷

এদিকে, অনুরাগ, তাপসীর বাড়ি ও দফতরে আয়কর হানা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা ৷ অনেকেই মনে করছেন, মোদি সরকারের বিরুদ্ধে মুখ খোলারই খেসারত দিতে হচ্ছে এই দুই তারকাকে ৷

প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় বরাবরই সরব অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নু ৷ কেন্দ্রের বর্তমান সরকারের সঙ্গে তাঁদের খুব একটা বনে না বললেই হয় ৷ হিন্দুত্ব নিয়ে বাড়াবাড়ি হোক, বা নীতিপুলিশি, নানা ইস্য়ুতেই মুখ খুলেছেন অনুরাগ ৷ যার জন্য নেটনাগরিকদের একাংশের রোষের মুখেও পড়তে হয়েছে তাঁকে ৷ এমনকি, তাঁর মেয়েকে কদর্য ভাষায় আক্রমণ করতেও ছাড়েনি কিছু মানুষ ৷

আরও পড়ুন: অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা

একই পরস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাপসীকেও ৷ সরকার বিরোধী অবস্থান নেওয়ায় তাপসীর মাকে টেনে কুৎসিত মন্তব্য করেছেন আর এক বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ যিনি আবার বিজেপির সরকারের পছন্দের লোক বলেই মনে করে ওয়াকিবহাল মহল ৷

এই পরিস্থিতিতে অনুরাগ তাপসীর বাড়িতে আয়কর হানার মধ্যে অন্য গন্ধ পাচ্ছে বলিউড ৷

মুম্বই, 4 মার্চ : টানা 11 ঘণ্টা জেরা ৷ বলিউড পরিচালক অনুরাগ কাশ্য়পের ল্য়াপটপ, মোবাইল ও ব্যাঙ্ক অ্য়াকাউন্টের নথি বাজেয়াপ্ত করলেন আয়কর বিভাগের প্রতিনিধিরা ৷ পরিচালককে 11 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁর বাড়ি থেকে বেরলেন তাঁরা ৷

আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে বুধবারই অনুরাগের বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ ৷ চলে তল্লাশি ৷ তল্লাশি চালানো হয় তাঁর অফিসেও ৷ সূত্রের খবর, অনুরাগের প্রোডাকশন হাউস ফ্য়ান্টম ফিল্ম নিয়ে তাঁকে জেরা করেন আয়কর বিভাগের আধিকারিকরা ৷ খতিয়ে দেখেন ব্য়বসা সংক্রান্ত বহু ৷

এদিকে, অভিনেত্রী তাপসী পান্নুর বাড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা অভিযান চালান বুধবার ৷ সূত্রে খবর, তল্লাশিতে বেশ কিছু নথি হাতে পেয়েছেন তাঁরা ৷ যা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷

এদিকে, অনুরাগ, তাপসীর বাড়ি ও দফতরে আয়কর হানা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা ৷ অনেকেই মনে করছেন, মোদি সরকারের বিরুদ্ধে মুখ খোলারই খেসারত দিতে হচ্ছে এই দুই তারকাকে ৷

প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় বরাবরই সরব অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নু ৷ কেন্দ্রের বর্তমান সরকারের সঙ্গে তাঁদের খুব একটা বনে না বললেই হয় ৷ হিন্দুত্ব নিয়ে বাড়াবাড়ি হোক, বা নীতিপুলিশি, নানা ইস্য়ুতেই মুখ খুলেছেন অনুরাগ ৷ যার জন্য নেটনাগরিকদের একাংশের রোষের মুখেও পড়তে হয়েছে তাঁকে ৷ এমনকি, তাঁর মেয়েকে কদর্য ভাষায় আক্রমণ করতেও ছাড়েনি কিছু মানুষ ৷

আরও পড়ুন: অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর হানা

একই পরস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাপসীকেও ৷ সরকার বিরোধী অবস্থান নেওয়ায় তাপসীর মাকে টেনে কুৎসিত মন্তব্য করেছেন আর এক বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ যিনি আবার বিজেপির সরকারের পছন্দের লোক বলেই মনে করে ওয়াকিবহাল মহল ৷

এই পরিস্থিতিতে অনুরাগ তাপসীর বাড়িতে আয়কর হানার মধ্যে অন্য গন্ধ পাচ্ছে বলিউড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.