মুম্বই : কয়েকদিন আগে ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক না পাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন নেহা কক্কর । এবার গায়িকার সেই মন্তব্যকে সম্পূর্ণ সমর্থন করলেন উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণ । বললেন, "মিউজ়িক ইন্ডাস্ট্রিতে অতিমারী চলছে ।"
IANS-কে আদিত্য বললেন, "আমরা একটা টাকা পাই না । মনে হয় যেন আমাদের গান গাইতে ডেকে উদ্ধার করে দিচ্ছে ওরা আর সেই গান গেয়ে আমরা যেন আশীর্বাদ ধন্য হয়ে যাচ্ছি ।"
কাউকেই বিনা পারিশ্রমিকে কোনও কাজ করানো উচিত নয় বলে মনে করেন আদিত্য । বললেন, "শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, যে কোনও ক্ষেত্রেই কাউকে বিনা পারিশ্রমিকে কিছু করানো উচিত নয় ।"
কটাক্ষ করে গায়ক বললেন, "এখন সবাই বলে যে, এই গান গাইলে তোমার নামডাক হবে । আরে আমি নামডাক নিয়ে কী করব ? পাঁউরুটিতে লাগিয়ে খাব ? নিজের বাড়িটা চালাতে না পারলে আমি নামডাক করে করবটা কী ? এই শোষণ বন্ধ করুন ।"
কিন্তু কেন আজ এই অবস্থা ? আদিত্য বললেন, "কুড়ি জন গায়ককে দিয়ে একটা গাওয়াবে । তারপর একটা কোম্পানি, একজন প্রযোজক, একজন অভিনেতা সিদ্ধান্ত নেবে যে কার ভার্সনটা রাখা হবে । আর কোনও ইন্ডাস্ট্রিতে এটা হয় না । একটা দৃশ্যে অভিনয় করানোর জন্য কুড়ি জন অভিনেতাকে ডাকা হয় না ।"
"একটা গানের জন্য অন্তত হাজার টাকা তো দিন । আপনারা আমাদের সঙ্গে যা খুশি তাই করতে পারেন না । এক কথায় বলতে গেলে, এমন অনেক সমস্যা রয়েছে যেগুলো আমি আশা করব যে মিটবে একদিন..." বললেন আদিত্য ।