ETV Bharat / sitara

সুশান্ত মামলায় সঞ্জয়লীলা আর আদিত্যর স্টেটমেন্টে অসঙ্গতি - অদিত্য চোপড়ার খবর

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় পরিচালক সঞ্জয়লীলা বনসালী এবং প্রযোজক অদিত্য চোপড়াকে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ । তবে দু'জনের স্টেটমেন্টে বেশ কিছু অসঙ্গতি পেয়েছে পুলিশ । দু'জনে নাকি পরস্পরবিরোধী কিছু মন্তব্য করেছেন । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

Aditya Chopra and Sanjay Leela Bansali latest news
Aditya Chopra and Sanjay Leela Bansali latest news
author img

By

Published : Jul 20, 2020, 5:26 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় নতুন মোড় । প্রযোজক আদিত্য চোপড়া এবং পরিচালক সঞ্জয়লীলা বনসালীর স্টেটমেন্টে কিছু অসঙ্গতি পেল মুম্বই পুলিশ । তাঁদের বক্তব্যে উঠে এসেছে কিছু পরস্পরবিরোধী তথ্য ।

সঞ্জয় জানিয়েছিলেন যে, 'রামলীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' এবং আরও একটি ছবির জন্য তিনি প্রথম অফার দিয়েছিলেন সুশান্তকে । তবে যশরাজ ফিল্মসের সঙ্গে তিনটি ফিল্মের কনট্র্যাক্ট থাকায় সুশান্ত নাকি সময় দিতে পারেননি সঞ্জয়কে ।

তবে আদিত্যর মুখে শোনা গেল অন্য কথা । তিনি নাকি পুলিশকে জানিয়েছেন যে, যশরাজ ফিল্মসের (YRF) সঙ্গে কনট্র্যাক্ট থাকা সত্ত্বেও অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার অনুমতি ছিল সুশান্তের ।

আরও পড়ুন : সুশান্ত আত্মহত্যা মামলা : বান্দ্রা থানায় যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া

আদিত্য এমনও জানান যে, সুশান্তকে কাস্ট করার ব্যাপারে সঞ্জয় নাকি যশরাজ ফিল্মসের সঙ্গে কোনও আলোচনা করেননি । আর সুশান্তের আগেই রণবীরের সঙ্গে কনট্র্যাক্ট তৈরি হয়েছিল YRF-এর । তাই রণবীর যখন কাজ করতে পেরেছিলেন, সুশান্ত কেন পারবেন না ? প্রশ্ন তুলেছেন আদিত্য ।

সুশান্তের ক্যারিয়ার নষ্ট করার কোনও দায় নিজের কাঁধে নিতে চাননি আদিত্য । বিষয়টা আরও বিশদে খতিয়ে দেখছে মুম্বই পুলিশ ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় নতুন মোড় । প্রযোজক আদিত্য চোপড়া এবং পরিচালক সঞ্জয়লীলা বনসালীর স্টেটমেন্টে কিছু অসঙ্গতি পেল মুম্বই পুলিশ । তাঁদের বক্তব্যে উঠে এসেছে কিছু পরস্পরবিরোধী তথ্য ।

সঞ্জয় জানিয়েছিলেন যে, 'রামলীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' এবং আরও একটি ছবির জন্য তিনি প্রথম অফার দিয়েছিলেন সুশান্তকে । তবে যশরাজ ফিল্মসের সঙ্গে তিনটি ফিল্মের কনট্র্যাক্ট থাকায় সুশান্ত নাকি সময় দিতে পারেননি সঞ্জয়কে ।

তবে আদিত্যর মুখে শোনা গেল অন্য কথা । তিনি নাকি পুলিশকে জানিয়েছেন যে, যশরাজ ফিল্মসের (YRF) সঙ্গে কনট্র্যাক্ট থাকা সত্ত্বেও অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার অনুমতি ছিল সুশান্তের ।

আরও পড়ুন : সুশান্ত আত্মহত্যা মামলা : বান্দ্রা থানায় যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া

আদিত্য এমনও জানান যে, সুশান্তকে কাস্ট করার ব্যাপারে সঞ্জয় নাকি যশরাজ ফিল্মসের সঙ্গে কোনও আলোচনা করেননি । আর সুশান্তের আগেই রণবীরের সঙ্গে কনট্র্যাক্ট তৈরি হয়েছিল YRF-এর । তাই রণবীর যখন কাজ করতে পেরেছিলেন, সুশান্ত কেন পারবেন না ? প্রশ্ন তুলেছেন আদিত্য ।

সুশান্তের ক্যারিয়ার নষ্ট করার কোনও দায় নিজের কাঁধে নিতে চাননি আদিত্য । বিষয়টা আরও বিশদে খতিয়ে দেখছে মুম্বই পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.