ETV Bharat / sitara

"আমরা মানুষ, কাঠবিড়ালি নই", অসমের পরিস্থিতি নিয়ে সরব ভূমিপুত্র আদিল - আদিল হোসেনের খবর

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে দগ্ধাচ্ছে অসম। এই পরিস্থিতির প্রতিবাদ করলেন অসমের ভূমিপুত্র আদিল হুসেন।

Adil Hossain latest news
Adil Hossain latest news
author img

By

Published : Dec 13, 2019, 3:00 PM IST

মুম্বই : অসমের পরিস্থিতি খুবই সঙ্গীন। CAB-র প্রতিবাদে অসমে চলছে লাগাতার প্রতিবাদ। পুলিশের গুলিতে নিহক একাধিক অসমীয়া। এরকম এক অবস্থায় সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানালেন অসমের ভূমিপুত্র আদিল হুসেন।

তিনি লিখেছেন, "এই NRC ও CAB-র শোলগোলের মধ্যে আমি খুবই চিন্তিত ও দুঃখিত একটি ব্যাপারে। মানুষ হওয়ার মৌলিক ধর্ম হারিয়েছে মানুষ। এই লড়াইতে কেউই জিততে পারবে না। ক্ষতি হবে একটাই জিনিসের, তা হল মানবিকতা ।"

  • In All THESE chaos of NRC and CAB, #CitizenshipAmendmentBill I am most concern and deeply saddened that the fundamental "identity" of ours as human is massacred. In this fight no body will win. Everybody will loose. The greatest loss of our times will be humanity itself.

    — Adil hussain (@_AdilHussain) December 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লিখেছেন, "আমাদের যখন জন্ম হয়েছিল আমাদের পরিবার খুশি হয়েছিল কারণ তাঁরা মানুষের জন্ম দিয়েছিল, কাঠবিড়ালি নয়। আমরা প্রথমত মানুষ। এই বেসিক ধর্মটাই যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে নিজেদের মুসলিম, হিন্দু, অসমিয়া, বাঙালি এসব বলার কী মানে?"

  • When we were born, our families had cheered because our mothers had given birth to a Human & not a squirrel! We were born a human FIRST. If we cannot retain, protect & celebrate the PRIMARY identity than what's the USE of calling ourselves a Muslim, Hindu, Assamese or a Bengali?

    — Adil hussain (@_AdilHussain) December 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়েছেন অসমের ভূমিপুত্র পাপনও। শুধু তাই নয়, তিনি বাতিল করেছেন একটি কনসার্টও। দিল্লিতে এক বিশাল কনসার্ট ছিল তাঁর। মনের অবস্থা এত খারাপ বলে তিনি শো বাতিল করেছেন। তার জন্য ফ্যানেদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি সোশাল মিডিয়ায়।

  • Dear Delhi. I am very sorry but I have decided not to do the concert tomorrow at ‘imperfectoshor’ as planned! My home state Assam is burning, crying and under curfew! I won’t be able to entertain you the way I should in my present state of mind!

    — papon angaraag (@paponmusic) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : অসমের পরিস্থিতি খুবই সঙ্গীন। CAB-র প্রতিবাদে অসমে চলছে লাগাতার প্রতিবাদ। পুলিশের গুলিতে নিহক একাধিক অসমীয়া। এরকম এক অবস্থায় সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানালেন অসমের ভূমিপুত্র আদিল হুসেন।

তিনি লিখেছেন, "এই NRC ও CAB-র শোলগোলের মধ্যে আমি খুবই চিন্তিত ও দুঃখিত একটি ব্যাপারে। মানুষ হওয়ার মৌলিক ধর্ম হারিয়েছে মানুষ। এই লড়াইতে কেউই জিততে পারবে না। ক্ষতি হবে একটাই জিনিসের, তা হল মানবিকতা ।"

  • In All THESE chaos of NRC and CAB, #CitizenshipAmendmentBill I am most concern and deeply saddened that the fundamental "identity" of ours as human is massacred. In this fight no body will win. Everybody will loose. The greatest loss of our times will be humanity itself.

    — Adil hussain (@_AdilHussain) December 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লিখেছেন, "আমাদের যখন জন্ম হয়েছিল আমাদের পরিবার খুশি হয়েছিল কারণ তাঁরা মানুষের জন্ম দিয়েছিল, কাঠবিড়ালি নয়। আমরা প্রথমত মানুষ। এই বেসিক ধর্মটাই যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে নিজেদের মুসলিম, হিন্দু, অসমিয়া, বাঙালি এসব বলার কী মানে?"

  • When we were born, our families had cheered because our mothers had given birth to a Human & not a squirrel! We were born a human FIRST. If we cannot retain, protect & celebrate the PRIMARY identity than what's the USE of calling ourselves a Muslim, Hindu, Assamese or a Bengali?

    — Adil hussain (@_AdilHussain) December 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়েছেন অসমের ভূমিপুত্র পাপনও। শুধু তাই নয়, তিনি বাতিল করেছেন একটি কনসার্টও। দিল্লিতে এক বিশাল কনসার্ট ছিল তাঁর। মনের অবস্থা এত খারাপ বলে তিনি শো বাতিল করেছেন। তার জন্য ফ্যানেদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি সোশাল মিডিয়ায়।

  • Dear Delhi. I am very sorry but I have decided not to do the concert tomorrow at ‘imperfectoshor’ as planned! My home state Assam is burning, crying and under curfew! I won’t be able to entertain you the way I should in my present state of mind!

    — papon angaraag (@paponmusic) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.